Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

রাজ-শুভশ্রীর ‘পিকচার পারফেক্ট’ পরিবার, যুবান-ইয়ালিনীর খুনসুটিতে মজেছে নেটপাড়া

সুখী গৃহকোণের মিষ্টি ছবি দেখালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Subhashree Ganguly shares photo with Kids and Raj Chakraborty
Published by: Sandipta Bhanja
  • Posted:September 26, 2024 5:38 pm
  • Updated:September 26, 2024 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকে। সে বলিউড হোক বা টলিউড! রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) দুই সন্তান যুবান, ইয়ালিনীও এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। জন্মের পর থেকেই সংবাদের শিরোনামে রাজত্ব করছে যুবান। খুদের নানা মজার কাণ্ড-কারাখানায় অনুরাগীরাও মজে থাকেন। তাঁদের কাছে রাজপুত্র ‘ওয়ান্ডার কিড’। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যুবানকে ‘স্মার্ট বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন। বোন ইয়ালিনীর ছবি দেখার জন্য মাসখানেক ধরেই ব্যাকুল হয়ে উঠেছিলেন ভক্তরা। ছেলের জন্মদিনে অনুরাগীদের ইচ্ছেপূরণ করেছেন শুভশ্রী। এবার সেই বার্থডে পার্টি থেকেই রাজ-শুভশ্রীর সুখী গৃহকোণের একাধিক ছবি প্রকাশ্যে।

একেবারে যেন ‘পিকচার পারফেক্ট’ পরিবার। আদুরে ইয়ালিনীর ছবি দেখে মজেছে নেটপাড়া। মায়ের কোলে মিষ্টি খুদে। ছোট্ট ইয়ালিনীর বয়স এখন মাত্র দশ মাস। সবে অল্প-স্বল্প দাঁড়াতে শিখেছে। তবে ক্যামেরার সামনে একমাথা ঝাঁকড়া চুল নিয়ে রাজকন্যা কিন্তু একেবারে নজর কেড়ে নিয়েছে। যুবানের জন্মদিনের পার্টিতে তোলা ফ্রেমবন্দী মিষ্টি মুহূর্তগুলো সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোনও ছবিতে দেখা গেল শুভশ্রীর কোলে রং মিলান্তি পোশাকে যুবান। হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিয়েছে। পাশেই দাঁড়িয়ে রাজ চক্রবর্তী। আরেকটি ফ্রেমে দেখা গেল মায়ের গালে যুবানের আদুরে চুম্বন। তবে যে ছবিটি এখন চর্চার শিরোনাম, সেটি হল মা-মেয়ের ছবি। শুভশ্রীর কোলে ইয়ালিনী।

Advertisement

দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। অবসরে আবার কখনও সন্তানদের সঙ্গেও খুনসুঁটিতে মেতে উঠছেন। কন্যাসন্তানের জন্মের পর তার ছবি প্রকাশ করেননি রাজ-শুভশ্রী। তবে যুবানের জন্মদিনেই সারপ্রাইজ দিলেন তারকাদম্পতি। এই কদিনে ‘দাদা’ যুবান যে একেবারে পুরোদস্তুর ইয়ালিনীর সঙ্গী হয়ে উঠেছে, তা বেশ বোঝা যায় শুভশ্রীর সোশাল মিডিয়ায় উঁকি দিলে। তেইশ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী। যা কিনা দেবী সরস্বতীর আরেক নাম। তবে মা হওয়ার পর কাজ থামিয়ে রাখেননি। দু মাসের মধ্যেই উত্তরবঙ্গে উড়ে গিয়েছিলেন ‘বাবলি’র শুটিংয়ে। কাজের অবসরে দম্পতি ঘুরতেও বেরিয়ে পড়েন মাঝেমধ্যেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement