Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

যুবানের জন্মদিনে প্রকাশ্যে এল ছোট্ট ইয়ালিনী, অবশেষে মেয়ের মুখ দেখালেন শুভশ্রী

বিগ সারপ্রাইজ দিলেন শুভশ্রী।

Subhashree Ganguly Shares her daughter photo first time
Published by: Akash Misra
  • Posted:September 12, 2024 9:49 am
  • Updated:September 12, 2024 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে মেয়ে ইয়ালিনীর মুখ দেখালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আর এ ব্যাপারে ছেলে যুবানের জন্মদিনকেই বেছে নিলেন শুভশ্রী। একেবারে দাদাকে সঙ্গে নিয়েই সোশাল মিডিয়ায় এন্ট্রি নিলেন ছোট্ট ইয়ালিনী।

ছোট্ট ইয়ালিনীর বয়স এখন দশ। সবে অল্প স্বল্প দাঁড়াতে শিখেছে। তবে ক্য়ামেরার সামনে এক মাথা ঝাঁকড়া চুল নিয়ে ইয়ালিনী কিন্তু একেবারে নজর কেড়ে নিয়েছেন। দাদা যুবানের সঙ্গে যে তার দারুণ বন্ধুত্ব, তা স্পষ্ট হয়েছে ছবিতে। যুবানের জন্মদিনে, মেয়ে ইয়ালিনীর ছবি পোস্ট করে ইয়ালিনীর হয়েই যুবানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শুভশ্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গে বহুরূপীরা বিলুপ্তপ্রায়, লোকশিল্পীরা আজ পথের ভিখারি’, আক্ষেপ শিবপ্রসাদের]

স্টারকিডরা বরাবরই লাইমলাইটে থাকে। সে বলিউড হোক বা টলিউড! রাজ-শুভশ্রীর ছেলে যুবানও এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। জন্মের পর থেকেই সংবাদের শিরোনামে রাজত্ব করছে সে। খুদের নানা মজার কাণ্ড-কারাখানায় অনুরাগীরাও মেজে থাকেন। তাঁদের কাছে রাজপুত্র ‘ওয়ান্ডার কিড’। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যুবানকে ‘স্মার্ট বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

দুই ছেলে-মেয়েকে নিয়ে জমজমাট সংসার রাজ-শুভশ্রীর। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই কাজও করছেন চুটিয়ে। অবসরে আবার কখনও সন্তানদের সঙ্গেও খুনসুঁটিতে মেতে উঠছেন। কন্যাসন্তানের জন্মের পর তার ছবি প্রকাশ করেননি রাজ-শুভশ্রী। তবে এই কদিনে ‘দাদা’ যুবান একেবারে পুরোদস্তুর ইয়ালিনীর সঙ্গী হয়ে উঠেছে।

তেইশ সালের নভেম্বর মাসে দ্বিতীয়বার মা হয়েছেন শুভশ্রী। মেয়ের নাম রেখেছেন ইয়ালিনী। যা কিনা দেবী সরস্বতীর আরেক নাম। তবে মা হওয়ার পর কাজ থামিয়ে রাখেননি। দু মাসের মধ্যেই উত্তরবঙ্গে উড়ে গিয়েছিলেন ‘বাবলি’র শুটিংয়ে। কাজের অবসরে দম্পতি ঘুরতেও বেরিয়ে পড়েন মাঝেমধ্যেই।

[আরও পড়ুন: ‘কতটা অসংবেদনশীল…’, মালাইকার বাবার মৃত্যুর পর কেন মেজাজ হারালেন বরুণ ধাওয়ান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement