Advertisement
Advertisement

Breaking News

Subhashree Ganguly

বোল্ড অবতারে নেটপাড়া কাঁপাচ্ছেন ‘হবু মা’ শুভশ্রী, এবার নিন্দুকদের ‘সাবধান’ করলেন

কী বলছেন নায়িকা?

Subhashree Ganguly gives Maternity fashion goals, message to trollers | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 23, 2023 9:16 pm
  • Updated:July 23, 2023 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গর্ভাবস্থাতেও শুভশ্রী গঙ্গোপাধ্যায় যেভাবে বোল্ড অবতারে ধরা দিচ্ছেন, তা রীতিমতো ‘মেটারনিটি ফ্যাশন গোল’! কখনও রংবাহারি স্বল্পবসনে নেটপাড়ায় আগুন ধরিয়েছেন তো কখনও বা আবার বালি ট্রিপ থেকে মনোকিনি পরা ছবি দিয়ে অনুরাগীদের মুগ্ধ করছেন। তবে এর জন্য অবশ্য নেটপাড়ার নীতিপুলিশদের কাছে নিন্দে-মন্দও কম শুনতে হয় না! তবে সেসবকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি আপাতত স্বামী, সন্তানকে নিয়ে ইন্দোনেশিয়া ট্রিপে মজেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

Advertisement

সেলিব্রিটি হওয়াটা কি আর কম ঝক্কির! চারিদিকে হাজারও ক্যামেরা। পাপারাজিদের চেঁচামেচি, ছোটাছুটি, সব সময়েই প্রচারের আলোয়। কাজেই তটস্থ থাকতে হয় সর্বক্ষণ। পান থেকে চুন খসলেই হল। নেটিজেনদের রোষানলে পড়া শুধু মুহূর্তের অপেক্ষা। উপরন্তু নায়িকাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ফোকাস আরও বেশি থাকে নেটপাড়ার। স্কার্টের ঝুল মাপা থেকে, পোশাকের ভাঁজ-খাঁজ সবেতেই নীতিপুলিশেরা বিনামূল্যে বাক্য বিতরণ করার সুযোগ হাতছাড়া করেন না। বোল্ড অবতারে ধরা দিয়ে একাধিকবার নেটিজেনদের ট্রোলের শিকার হচে হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। কিন্তু তিনি সেসবে কান দেননি কোনওদিনই। এবার নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

ইনস্টা স্টোরিতে শাহরুখ খানের এক পডকাস্টের ভিডিও শেয়ার করে লিখেছেন- “নিন্দুকদের প্রতি আমার বার্তা।” এবার প্রশ্ন কী ছিল সেই ভিডিওতে? কিং খানকে সেখানে বলতে শোনা গিয়েছে- “আমাকে অনেকদিন ট্রোল না করা হলে আমি চিন্তায় পড়ে যাই যে আমার জনপ্রিয়তা কমে গেল নাকি ভেবে! …. পরে ভাবি ও আচ্ছা পরীক্ষা চলছে তাহলে। তবে নিন্দুকদের কাছে আমার অনুরোধ, টুইটারে গালিগালাজ দেওয়ার হলে বানানটা অন্তত ঠিক লিখুন।” শাহরুখের বার্তা শেয়ার করেই সমালোচকদের একহাত নিলেন ‘হবু মা’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘খবরদার, কোনও পুরুষকে এইভাবে ডাকবেন না…’, রেখাকে সাবধান করেন মনীশ মালহোত্রা!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

সম্প্রতি দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। তারপর থেকেই শুভশ্রীর ফেসবুক, ইনস্টাগ্রামে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। তবে শুধু শুভেচ্ছা নয়, হবু মা কী করছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, সব দিকেই নজর রয়েছে সবার। এবার স্বামী-সন্তান নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গেলেন শুভশ্রী। অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখা গেল পুরোদস্তুর ছুটির মেজাজে। রবিবার সন্ধেবেলার উড়ানে ইন্দোনেশিয়ায় গিয়েছেন তারকাদম্পতি। ফেরার কথা চলতি সপ্তাহেই।

[আরও পড়ুন: প্রেমিক আদিত্যর গাড়িতে অনন্যা, রাতের মুম্বইতে পাপ্পারাজি দেখেই ‘লুকোলেন’ নায়িকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement