Advertisement
Advertisement
subhashree Ganguly

রাজকে ছেড়ে নতুন প্রযোজনা সংস্থা খুলছেন শুভশ্রী? কেরিয়ারে বড় চমক অভিনেত্রীর

কয়েকদিন আগেই দ্বিতীয় মা হওয়ার সুখবর অনুরাগীদের জানিয়েছেন শুভশ্রী।

subhashree Ganguly announce new production house| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 27, 2023 1:49 pm
  • Updated:July 27, 2023 1:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক চমক দিচ্ছেন টলিউড অভিনেত্রী। কখনও বড়পর্দায় নতুন অবতার, তো কখনও সিরিজে একেবারে ভিন্ন চরিত্র। তবে এবার শুভশ্রী তাঁর কেরিয়ারে এমন এক নতুন মোড় নিতে চলেছেন যা শুনে টলিপাড়ায় সবাই চমকে গিয়েছে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। অভিনয়ের পাশাপাশি এবার একেবারে নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চলেছেন শুভশ্রী। যার নাম ‘সিকাবা হাউজ’। কিন্তু রাজের সঙ্গে তো আগেই ছবি প্রযোজনায় যুক্ত ছিলেন, হঠাৎ আলাদা হওয়া? কোনও অশান্তি নাকি!

Advertisement

বিতর্ক ওঠার আগেই জবাব দিয়েছেন রাজ ঘরনি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, ”প্রথম থেকেই রাজ এবং আমার শাশুড়ি মা চাইতেন আমি অভিনয়ের পাশাপাশি আলাদা, নিজস্ব কিছু করি। ওদের উৎসাহতেই এই প্রযোজনা সংস্থা তৈরি করা।” শুভশ্রী আরও জানিয়েছেন, আমার এই প্রযোজনা সংস্থার উদ্দেশ্য একটাই একেবারে নতুনদের নিয়ে কাজ করব। অনেক গল্প পড়ছি, বেশ কিছু নতুন পরিচালকদের সঙ্গে কথাও হয়েছে। আশা করি ভাল একটা কিছু করতে পারব।”

[আরও পড়ুন: ‘এককালে নকশাল, বামপন্থী ছিলাম’, বলছেন ‘স্বঘোষিত মোদিভক্ত’ বিবেক অগ্নিহোত্রী]

কয়েকদিন আগেই দ্বিতীয় মা হওয়ার সুখবর অনুরাগীদের জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারপর থেকেই শুভশ্রীর ফেসবুক, ইনস্টাগ্রামে অনুরাগীদের শুভেচ্ছার ভিড়। তবে শুধু শুভেচ্ছা নয়, হবু মা কী করছেন, কী পরছেন তার দিকে নজর সবার। আর সেই কারণেই ইনস্টাগ্রামে রোজ রোজই নতুন নতুন ছবি পোস্ট করছেন শুভশ্রী। কখনও নতুন ফটোশুটে, কখনও শুধু ইউভানের সঙ্গে সময় কাটানোর ভিডিও ছবি। তার মাঝে এবার কেরিয়ারের নতুন সফরের গল্প শোনালেন শুভশ্রী।

[আরও পড়ুন: ‘রাজনীতিতে নেই বলেই মহানায়ক সম্মান থেকে বাদ জিৎ?’, ক্ষোভে ফুঁসছেন ভক্তরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement