Advertisement
Advertisement

Breaking News

subhashree ganguly

সিঁদুর খেললেন হবু মা শুভশ্রী, ছবি পোস্ট করে বিজয়ার শুভেচ্ছা রাজের

জমজমাট রাজ-শুভশ্রীর এবারের দুর্গাপুজো।

subhashree ganguly and Raj Chakraborty wishes subha bijaya| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 24, 2023 1:48 pm
  • Updated:October 24, 2023 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় একেবারে ঘরে বসে থাকলেন না হবু মা শুভশ্রী। বেবি বাম্প নিয়েই দেখলেন ঠাকুর, বাজালেন ঢাক, ছেলে যুবানের সঙ্গে চলল খুনসুটিও। পুজোর আড্ডায় গলা মেলালেন পরম ও রুদ্রনীলের গানের সঙ্গেও। দশমীর দিন সকাল সকাল পৌঁছে গেলেন সিঁদুর খেলতে। প্রতিবারের মতো আরবানা আবাসনে জমিয়ে সিঁদুর খেললেন শুভশ্রী। সঙ্গে অবশ্য়ই ছিলেন রাজ ও যুবান। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেই সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালেন রাজ চক্রবর্তী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

Advertisement

[আরও পড়ুন: অবশেষে সলমনের ছবির গানে অরিজিৎ, ‘প্রভু’র নাম নিয়েই ‘টাইগার ৩’র যুগলবন্দি]

প্রসঙ্গত, দুর্গাপুজো, দীপাবলি হোক কিংবা লক্ষ্মীপুজো, সরস্বতী পুজো, ঘটা করে পালন করেন রাজ-শুভশ্রী। আরবানার বিলাসবহুল ফ্ল্যাটে রথযাত্রাও পালন করেন টলিপাড়ার তারকাদম্পতি। এদিকে ক্যালেন্ডার বলছে, ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন অভিনেত্রী। নভেম্বর মাসের শেষের দিকেই তাঁদের পরিবারে যোগ দিতে চলেছে নতুন সদস্য। তা নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ-শুভশ্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sᴜʙʜᴀꜱʜʀᴇᴇ Gᴀɴɢᴜʟʏ FC Hᴏᴡʀᴀʜ (@subhashreegangulyfanclubhowrah)

[আরও পড়ুন: মুখে ধরা গরম ধুনুচি! কোমরে গোজা আঁচল, নেচে বাজিমাত অভিনেত্রী সুমনা চক্রবর্তীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement