Advertisement
Advertisement

Breaking News

Raj Subhashree

Raj Subhashree: হাসপাতালে শুভশ্রী, রাজের সঙ্গে আদুরে ছবি দেখে ‘সুখবরের’ অপেক্ষায় শ্রাবন্তী

আজই রাজ-শুভর পরিবারে আসছে নতুন সদস্য?

Subhashree Ganguly admitted to hospital for delivery, Raj shares picture | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 30, 2023 1:41 pm
  • Updated:November 30, 2023 1:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীবারেই পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত রাজ-শুভশ্রী। বৃহস্পতিবার সকালে টলিপাড়ার তারকাদম্পতি আদুরে ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন। টলিপাড়ার তারকাবন্ধু থেকে অনুরাগীমহলের তরফে আগাম শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।

অভিনেত্রী ঘনিষ্ঠমহল সূত্রে খবর, বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাসখানেক আগেই প্রথম সন্তান যুবানের ‘প্রোমোশন’ হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন রাজ-শুভশ্রী। তখন থেকেই হবু মায়ের সোশাল মিডিয়ায় নজর রেখেছেন অনুরাগীরা। আর এদিন হাসপাতালে যাওয়ার আগে মিষ্টি ছবি শেয়ার করতেই সকলের অনুমান, তাহলে সম্ভবত আজও দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। কেউ কেউ তো এবার দাদা যুবানের জন্য ছোট্ট বুনুর আবদারও করে বসলেন।

Advertisement

[আরও পড়ুন: পিয়া-পরমের বিয়ে নিয়ে ব্যঙ্গ! ‘কারও রেহাই নেই’, আবিরের স্ত্রীর পোস্টে গর্জে উঠলেন স্বস্তিকা-ইমন]

অভিনেত্রীর দিদি দেবশ্রী লিখলেন, দুগ্গা দুগ্গা। রাজ-শুভশ্রীর কাছের বন্ধু শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মন্তব্য, অপেক্ষায় রইলাম। ঘনিষ্ঠ বন্ধু ফলক রশিদ লিখেছেন, আশা করি হেলদি ডেলিভারি হোক। মা-সন্তান সুস্থ থাকুক। প্রার্থনা করছি জলদি চলে এসো। অনেকটা ভালোবাসা। এদিনের পোস্টে হবু মা শুভশ্রীর গ্ল্যামার যেন আরও ঠিকরে বেরচ্ছিল পরনে ফ্লোরাল শর্ট ড্রেস। কাঁধের দুপাশে বিনুনি। হাসিখুশি মুখে হাসপাতালের উদ্দেশে রওনা হলেন অভিনেত্রী নতুন সদস্যকে শিগগিরি বাড়ি নিয়ে আসার জন্য।

[আরও পড়ুন: সায়নী দত্তর বিয়েতে মুখ্যমন্ত্রী মমতার বিশেষ উপহার, ‘দিদি’র আশীর্বাদে আপ্লুত অভিনেত্রী]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement