Advertisement
Advertisement

Breaking News

Riddhi Sen JU

যাদবপুরে ছাত্রমৃত্যু নিয়ে তোলপাড় বাংলা! ‘এই খুনের বিচার চাই’, প্রতিবাদ ঋদ্ধি সেনের

শিক্ষা প্রতিষ্ঠানে ব়্যাগিং নিয়ে সরব অভিনেতা।

Student death at Jadavpur University sparks massive outcry, Riddhi Sen voices protest | Sangbad Pratidin

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:August 11, 2023 6:32 pm
  • Updated:August 11, 2023 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাত্রমৃত্যু নিয়ে তোলপাড় যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ গোটা বাংলা। যাদবপুরের প্রথমবর্ষের ওই পড়ুয়ার রহস্যমৃত্যু নিয়ে যখন বিভিন্ন মহলে নানারকম জল্পনা বহাল, তখন সেই ঘটনা নিয়ে সুর চড়ালেন ঋদ্ধি সেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতেই যাদবপুরের একাধিক পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রামপ্রসাদ কুণ্ডু ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় একজনের আটকের খবরও মিলেছে। এবার সেই প্রেক্ষিতেই প্রতিবাদী সুর শোনা গেল জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার মুখে। দৃপ্ত কণ্ঠেই খুনের বিচার চাইলেন ঋদ্ধি সেন।

Advertisement

ফেসবুক পোস্টে ঋদ্ধির মন্তব্য, “আমরা শিক্ষিত, আমরা পড়াশোনা করা সংস্কৃতিমনস্ক সামাজিক সভ্য প্রাণী। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার তকমা পেয়ে ছাতি চওড়া করে ঘুরে বেড়ানো শিক্ষিত নাগরিক, আমাদের শিক্ষা ব্যবস্থার ফার্স্ট, সেকেন্ড, থার্ড মাপার প্রিন্টিং মেশিনে যখন বছর শেষে মার্কশিট বেরোবে তখন দেখা যাবে জেলের বাইরেই আসলে খুনির সংখ্যা বেশি। আমাদের শিক্ষিত তকমা দেওয়ার প্রাতিষ্ঠানিক দাঁড়িপাল্লা ভেঙে গেছে বহুবছর আগে। এখন শুধু আমাদের সামাজিক শিখার ধারণার বিকৃত চেহারার ফার্স্ট ,সেকেন্ড , থার্ডের র‍্যাঙ্কিং চলবে।”

[আরও পড়ুন: সানি-প্রীতির বহর! আস্ত টিউবওয়েল হাতেই ‘গদর ২’ দেখতে হলে ভক্ত, ভাইরাল কীর্তি]

এরপরই স্বপ্নদীপের কথা শরণ করে ঋদ্ধির সংযোজন, “আরেকটা প্রাণ চলে গেল, যার কথা ছিল বাঁচার, যার অধিকার ছিল বাঁচার, শুধু এইটুকু একবার অনুভব করুন, শুধু এইটুকু, কী ভয়াবহ, কী সাংঘাতিক! একবার ভাবুন, মনুষ্য জাতি হিসেবে আমরা নাকি এগিয়েছি, আমরা উড়ো জাহাজ চড়ি, অনলাইন পেমেন্ট করি, বাথরুমে জেট স্প্রে লাগাই, শুধু আমরা এখনও একে-অপরকে নিজেদের মতো বাঁচতে দিই না। এই খুনের বিচার চাই, তবে ‘ব়্যাগিং’ নামক অস্ত্র দিয়ে আরও একটা খুন হওয়া কি আমরা আটকাতে পারছি?” পোস্টের শেষে প্রশ্ন রেখে গেলেন ঋদ্ধি সেন।

[আরও পড়ুন: দক্ষিণেশ্বরের মন্দিরে নিয়ম ভাঙলেন দেব! ‘স্টার-সাংসদ বলে মাফ?’ , উড়ে এল কটাক্ষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement