সুকুমার সরকার: বাংলাদেশে জওয়ান মুক্তি পেলে রাস্তায় মিছিল, প্রতিবাদ করব, বৃহত্তর আন্দোলনে যাব! শাহরুখের ছবির মুক্তির আগের দিনই হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘জওয়ান মুক্তি দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বঙ্গবন্ধু বারণ করেছেন হিন্দি সিনেমাকে। সেটা কিভাবে মুক্তি পাচ্ছে। তারপরেও নিয়ম ভেঙে?’’
গোটা দুনিয়ায় বৃহস্পতিবারই মুক্তি পাচ্ছে শাহরুখের ‘জওয়ান’। আর তা নিয়েই বাংলাদেশে গণ্ডগোল। পরিচালকের অভিযোগ, শুক্রবারের পরিবর্তে বৃহস্পতিবার ছবি মুক্তি পাওয়া মানে নিয়ম ভাঙা। যা হতে যাওয়া যাবে না।
প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। এই অভিযোগেই দেলোয়ার জাহান ঝন্টু ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলেন। ঝন্টুর ‘সুজন মাঝি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ সিনেমা মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর।
প্রসঙ্গত, চার বছর পর সিনেমার পর্দায় যখন ‘পাঠান’ (Pathaan) হয়ে কামব্যাক করেছিলেন, তখনও উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন অনুরাগীরা। মুক্তির দিন ৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল শাহরুখের ছবি। এবার কি তাহলে প্রথমদিনই ১০০ কোটি ছুঁয়ে ফেলবে? এই প্রশ্নের উত্তর অল্প সময়ের মধ্যেই পাওয়া যাবে। তবে অগ্রিম বুকিংয়ের নিরিখে একদল মনে করছেন শাহরুখের ছবির ব্যবসা ৭৫ কোটি প্রথম দিনেই ছাড়িয়ে যাবে। আরেক দলের মতে মুক্তির দিন শাহরুখের ছবি অন্তত ৬০-৭০ কোটি টাকা আয় করে ফেলবে। দুই ক্ষেত্রেই তা ‘পাঠান’-এর প্রথম দিনের আয়কে ছাড়িয়ে যাবে।
দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’-এ অভিনয় করেছেন শাহরুখ। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এখবর আগেই জানা গিয়েছিল। আগাম ঝলকে অ্যাকশনের মেজাজে দীপিকা পাড়ুকোনকেও দেখা যায়। ট্রেলারেও রয়েছেন অভিনেত্রী। তবে সূত্রের খবর, ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা-সহ একঝাঁক তারকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.