Advertisement
Advertisement
Stree 2

উগ্র পৌরষত্বের ডঙ্কা বাজানো ‘অ্যানিম্যাল’কে কষিয়ে চড় ‘স্ত্রী ২’র, বক্স অফিসে নারীতন্ত্রের জয়

অস্থির সময়ে পুরুষতন্ত্রের শিকল ভাঙার বার্তা দিয়ে হিট 'স্ত্রী ২'।

Stree 2 beats Ranbir Kapoor's Animal box office record
Published by: Sandipta Bhanja
  • Posted:September 4, 2024 7:03 pm
  • Updated:September 4, 2024 7:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘স্ত্রী ২’। একের পর এক মাইলস্টোন ছুঁয়ে রেকর্ড গড়ে চলেছে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত ছবি। মাত্র তিন সপ্তাহেই দেশের বক্স অফিসে ৫০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’। যা কিনা কোভিড পরবর্তী বলিউডের মন্দা বক্স অফিসে ‘পাঠান’, ‘গদর ২’, ‘অ্যানিম্যাল’, ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার ছবিগুলোকে টেক্কা দিচ্ছে।

তেইশের বক্স অফিসে ঝড় তুলে দিয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’। রণবীর কাপুর অভিনীত সেই ছবিকে কম সমালোচিত হতে হয়নি ‘লিঙ্গবৈষম্যমূলক’ দৃশ্য থেকে সংলাপের জন্য। মুক্তির দশ মাস বাদে গিয়েও চর্চায় ‘অ্যানিম্যাল’। যে ছবির বিরুদ্ধে উগ্র পৌরষত্ব প্রদর্শনের অভিযোগ তুলেছেন বলিউড ইন্ডাস্ট্রির সদস্যরাই। এবার সেই ভাঙ্গা-রণবীর জুটির ‘ঝুটো পুরুষতন্ত্রের’ ঝান্ডা ওড়ানো ছবির রেকর্ডই ভেঙে চুরমার করে দিল ‘স্ত্রী ২’। কুড়ি দিনের বক্স অফিস কালেকশনের রিপোর্ট অনুযায়ী, শ্রদ্ধা-রাজকুমারের সিনেমা অ্যানিম্যালকে টপকে সেরা পাঁচের চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে। তালিকার শীর্ষে ‘কেজিএফ ২’, দ্বিতীয় স্থানে ‘গদর ২’ এবং তৃতীয় স্থানে ‘বাহুবলী ২’।

Advertisement

Shraddha Kapoor, Rajkummar Rao starrer Stree 2 Review

দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে এসেছে ‘স্ত্রী ২’। ঠিক যে সময়ে দেশজুড়ে প্রশ্ন উঠেছে নারীদের স্বাধীনতা নিয়ে। সমাজে নারীদের অবস্থান, অধিকার নিয়ে। বাংলার আর জি কর কাণ্ডে হওয়া অপরাধের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। আমজনতা থেকে সেলেবদের মুখে মুখে নারী স্বাধীনতার প্রশ্ন, কাকতালীয়ভাবে ঠিক এমন একটা সময়ে মুক্তি পেল ‘স্ত্রী ২’। কালচক্রে সিনেমার গল্পের সঙ্গে সাম্প্রতিক চিত্র যেন মিলে গেল। ১৪ আগস্ট রাতে যখন শহর তিলোত্তমায় নারীরা রাত দখল করল, এক ‘অন্য’ কলকাতার সাক্ষী থাকল গোটা দেশ তথা বিশ্ব, রাজপথ জুড়ে দলে দলে আট থেকে আশির মহিলারা যেভাবে সাম্যের লড়াকু বার্তা দিল, কী আশ্চর্যজনকভাবে ‘স্ত্রী ২’র ক্লাইম্যাক্স সিনেও সেই ছোঁয়া। যেখানে পুরুষভূত ‘সরকাটে’র (স্কন্ধকাটা) কায়েম করা নাগপাশ থেকে পুরুষতন্ত্রের শিকল ভেঙে দলে দলে চান্দেরি গাঁয়ের মহিলারা বেরিয়ে এল লাল শাড়ি পরে। পুরুষতন্ত্রের শাসন তারা মানবে না! দরজার তালা-ছিটকিনি সব ভেঙে পথে নামল ‘স্ত্রী’ বন্দনায়। এই অস্থির সময়ে বাংলার প্রেক্ষাগৃহেও কিন্তু রমরমিয়ে চলছে ‘স্ত্রী ২’।

[আরও পড়ুন: ‘বাম-তৃণমূল না বিজেপি, দিদি তুমি কার?’, অপর্ণা সেনের ছবি দিয়ে আক্রমণাত্মক জীতু কমল!]

Co-Producer of Animal Movie reportedly Moves Court Seeking Stay On OTT Release

১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ মাত্র আট দিনের ব্যবধানে ভারতেই আয় করেছে ৩০০ কোটি টাকা। প্রযোজনা সংস্থা ম্যাডকস ফিল্মস-এর তরফে শেয়ার করা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী প্রথম সপ্তাহেই দেশে ৩৪২ কোটি টাকার ব্যবসা করেছে শ্রদ্ধা-রাজকুমারের সিনেমা। অন্যদিকে আন্তর্জাতিক বক্স অফিসে ৫৯ কোটি টাকা আয়। সবমিলিয়ে সাত দিনে ৪১৭ কোটি টাকার ব্যবসা করল ‘স্ত্রী ২’। হিন্দি বলয়ের ক্ষেত্রে যা কিনা রেকর্ড ব্যবসা। এই অঙ্ক ছুঁতে শাহরুখ খানের ‘জওয়ান’-এর যেখানে ১১ দিন, ‘পাঠান’-এর ১২ দিন লেগেছিল, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এরও লেগেছিল ১১ দিন, সানি দেওলের ‘গদর’ ১২ দিনে এই অঙ্কের ব্যবসা করতে পেরেছিল, সেখানে মোটে ৮ দিনেই ৪০০ কোটির ক্লাবে ‘স্ত্রী ২’।

[আরও পড়ুন: ‘বাড়ির পরিচারিকারাও বিচার চাইছে’, সর্বস্তরীয় প্রতিবাদের কথা স্বস্তিকার মুখে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement