Advertisement
Advertisement

Breaking News

Gary Graham

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘স্টার ট্রেক’ খ্যাত গ্যারি গ্রাহাম

ওয়াশিংটনের হাসপাতালে মৃত্যু বর্ষীয়ান অভিনেতার।

'Star Trek' famed Hollywood actor Gary Graham dies at 73 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 25, 2024 11:48 am
  • Updated:January 25, 2024 11:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ‘স্টার ট্রেক’ খ্যাত অভিনেতা গ্যারি গ্রাহাম (Gary Graham)। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে ফল মেলেনি। ওয়াশিংটনের হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বর্ষীয়ান অভিনেতা।

Gary-Graham-2

Advertisement

ক্যালিফোর্নিয়ার লং বিচে জন্ম গ্যারির। আটের দশকে CBS-এর মিনি সিরিজে অভিনয় শুরু করেন তিনি। তার পর একাধিক সিনেমা, সিরিয়ালে অভিনয় করেছেন। তবে অভিনেতাকে কাঙ্খিত জনপ্রিয়তা এনে দেয় ‘স্টার ট্রেক’। ১৯৯৫ সালে ‘স্টার ট্রেক: ভয়জার’-এ ওকাম্পান গোষ্ঠীর মেতা টানিসের চরিত্রে অভিনয় করেছিলেন গ্যারি।

[আরও পড়ুন: বাংলাদেশে শর্মিলা ঠাকুর, দেখা করলেন শেখ হাসিনার সঙ্গে, কী কথা হল দুজনের?]

পরবর্তীকালে ‘স্টার ট্রেক: এন্টারপ্রাইজ’-এ ভালকান অ্যাম্বাসাডর সোভালেন চরিত্রে দেখা যায় গ্যারিকে। ফ্যান প্রোডাকশনের ‘স্টার ট্রেক: অপ গডস অ্যান্ড ম্যান’-এ র‌্যাগনারের ভূমিকাতেও দেখা যায় অভিনেতাকে। ‘হার্ড কোর’, ‘রাইট মুভস’ সিনেমাতেও অভিনয় করেছেন ৭৩ বছরের তারকা।

Gary

অভিনেতার মৃত্যুর খবর জানান তাঁর স্ত্রী বেকি। প্রাক্তন স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী সুজান লাভেলে। গ্যারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। জানান, তাঁদের একমাত্র মেয়ে এই খবরে ভেঙে পড়েছেন। বর্ষীয়ান অভিনেতার আত্মার শান্তি কামনা করেন সুজান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Susan Lavelle (@susanlavelledollbella)

[আরও পড়ুন: গ্রেপ্তার দেবশ্রী রায়! কী এমন করলেন টলিউডের ‘কেমিস্ট্রি মাসি’?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement