Advertisement
Advertisement

Breaking News

S. S. Rajamouli

হলিউডের সঙ্গে জোট বেঁধে ছবি তৈরি করতে চলেছেন রাজামৌলি! নায়ক কে?

RRR ছবির পর বড় চমক দেবেন পরিচালক রাজামৌলি।

SS Rajamouli's Upcoming Pan-World Film Set To Create Ripples | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 6, 2022 9:36 am
  • Updated:December 6, 2022 9:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এস এস রাজা মৌলির ছবি মানেই ম্যাগনাম ওপাস। বাহুবলি হোক কিংবা আর আর আর সব ছবিতেই পরিচালক রাজা মৌলি বুঝিয়ে দিয়েছেন, বড়পর্দায় কীভাবে গল্প বলতে হয়। আর এবার আরও বড়মাপের ছবি তৈরির প্রস্তুতি নিয়ে ফেললেন মৌলি। নতুন খবর অনুযায়ী, হলিউডের এক প্রযোজক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে একেবারে চমকে ভরা নতুন ছবি তৈরি করতে চলেছেন রাজামৌলি। যেমন থাকবে চিত্রনাট্যে চমক। তেমনি স্টারকাস্টেও চমক দেবেন পরিচালক। খবর অনুযায়ী, প্রভাস, রামচরণ, জুনিয়ার এনটিআরের পর এবার মহেশ বাবুকে নায়ক বানিয়ে ছবি তৈরি করবেন রাজামৌলি। তবে এখনই ছবি নিয়ে আরও কোনও তথ্য ফাঁস করতে নারাজ পরিচালক ও টিম।

প্রসঙ্গত, দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল এসএস রাজামৌলির আরআরআর (RRR)। আন্তর্জাতিক বাজারেও রেকর্ড ব্যবসা করে ছবিটি। সেই সৌজন্যেই এবার মার্কিন মুলুকে সেরার শিরোপা পেলেন দক্ষিণী পরিচালক।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত ‘সিটি অফ জয়’-এর লেখক ডমিনিক ল্যাপিয়ের, বয়স হয়েছিল ৯১ বছর]

নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কল অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার তুলে দেওয়া হল রাজামৌলির (SS Rajamouli) হাতে। স্টিফেন স্পিলবার্গ, ড্যারেন অ্যারোনফস্কি, সারাহ পোলির মতো হলিউডের নামী পরিচালকদের পিছনে ফেলে এই সম্মান পেলেন রাজামৌলি। এদিকে, একটি সর্বভারতীয় বেসরকারি সংবাদমাধ্যমের ট্রু লেজেন্ড সম্মানে সম্মানিত করা হল সুপারহিট ছবির নায়ক রাম চরণকে।

চলতি বছর হিন্দি, তামিল, তেলুগু ও মালয়ালম ভাষায় দেশে মুক্তি পেয়েছিল আরআরআর। জাপান ও আমেরিকার দর্শকদেরও মন জয় করে স্বাধীনতা সংগ্রামের কাহিনি নিয়ে তৈরি ছবিটি। মুখ্য ভূমিকায় রাম চরণের সঙ্গে দেখা গিয়েছিল জুনিয়র NTR। ট্রু লেজেন্ড সম্মান পাওয়ার জন্য ছেলে রাম চরণকে টুইট করে শুভেচ্ছা জানান অভিনেতা চিরঞ্জিবী। লেখেন, “তোমার জন্য গর্বিত। আরও অনেক পথ এভাবেই এগিয়ে যেতে হবে। অভিনন্দন রাম চরণ (Ram Charan)।”

বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও অবশ্য দেশের ছবি হিসেবে অফিসিয়ালি অস্কারের জন্য বেছে নেওয়া হয়নি পরিচালক রাজামৌলির ছবি RRR-কে। যে বিষয়টা বেশ হতাশই করেছিল ছবির গোটা টিমকে। তাই RRR ছবির নির্মাতারা নিজেরাই কোমর বেঁধে নেমে পড়েন অস্কারের জন্য। নিজেদের উদ্যোগেই ১৫টি বিভাগে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেয় RRR। সেরা মোশন পিকচার ছাড়াও আরও ১৪ টি বিভাগে মনোনয়ন জমা দেওয়া হয়। শুধু তাই নয়, সবার নজর কাড়তে লস অ্যাঞ্জেলসে বিশেষ স্ক্রিনিংয়ের ব্যবস্থাও করেছেন রাজামৌলি। প্রসঙ্গত, ২০২৩ সালের অস্কারের জন্য ‘সেরা বিদেশি ছবির’ বিভাগে ভারত থেকে পাঠানো হচ্ছে গুজরাটি ছবি ‘ছেল্লো শো’ বা ‘দ্য লাস্ট শো’ (The Last Show)।

[আরও পড়ুন: নিখুঁত না হয়েও মন ছুঁয়ে যায় স্বস্তিকা-তৃপ্তির ‘কলা’, পড়ুন সিনেমার রিভিউ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement