Advertisement
Advertisement

Breaking News

SS Rajamouli

ভয়বহ দুর্ঘটনা! রক্তাক্ত স্ত্রীকে বাঁচাতে কার শরণাপন্ন ‘নাস্তিক’ রাজামৌলি?

কী ঘটেছিল?

SS Rajamouli recalls wife's tragic accident on 'Modern Masters' documentary
Published by: Suparna Majumder
  • Posted:August 5, 2024 2:05 pm
  • Updated:August 5, 2024 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে ‘বাহুবলী’, তার পর ‘RRR’। দুই সিনেমার জোরেই সারা বিশ্বে খ্যাতি পেয়েছেন পরিচালক এসএস রাজামৌলি। তাই তো তাঁকে নিয়ে তৈরি হয়েছে নেটফ্লিক্সের ‘মডার্ন মাস্টার্স’ তথ্যচিত্র। সেখানেই নিজের জীবনের এক চাঞ্চল্যকর তথ্য জানালেন দাক্ষিণাত্যের তারকা পরিচালক। যখন তিনি রক্তাক্ত স্ত্রীকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন।

SS-Rajamouli-2
ছবি: ফেসবুক

ঘটনাটি ঘটেছিল রামচরণ অভিনীত ‘মগধীরা’ সিনেমার শুটিং চলাকালীন। গাড়িতে করে যাচ্ছিলেন রাজামৌলি ও তাঁর স্ত্রী। প্রত্যন্ত এক জায়গায় দুর্ঘটনার কবলে পড়েন। গুরুতর আহত হন পরিচালকের স্ত্রী রামা রাজামৌলি। কাটা জায়গা থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। শরীরের নিম্নাঙ্গ অবশ হয়ে গিয়েছিল তাঁর। একেবারেই নড়তে পারছিলেন না। ওদিকে রক্ত কিছুতেই বন্ধ হচ্ছিল না।

Advertisement

[আরও পড়ুন: ‘লোকের মতামতের বোঝা…’, বিকিনি পরে ড্রেসকোড ফতোয়ায় কষিয়ে জবাব অমর্ত্যকন্যা নন্দনার]

এমন পরিস্থিতিতে রাজামৌলি প্রবল ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ নিকটতম হাসপাতালটি প্রায় ৬০ কিলোমিটার দূরে ছিল। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না পরিচালক। একবার তাঁর মনে হয়েছিল, তিনি কি ঈশ্বরকে স্মরণ করছেন? কিন্তু তিনি তা করেননি। রাজামৌলি জানান, ঈশ্বরের বদলে তিনি নিজের কল লিস্টে থাকা ডাক্তারদের ফোন করতে থাকেন। এমন পরিস্থিতিতে কী করা উচিত তাঁদের কাছ থেকে জানান চেষ্টা করতে থাকেন। কাঁদতে কাঁদতে সেই সমস্ত কিছু করতে থাকেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

মার্কিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেকে নাস্তিক বলেছিলেন পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli)। তা নিয়ে নানা তর্ক-বিতর্ক হয়। এই প্রসঙ্গে নেটফ্লিক্সের তথ্যচিত্রে কথা বলতে গিয়ে রাজামৌলি বলেন, “আমার মনে হয় জীবনের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে আমি কর্মযোগকে নিজের পাথেয় করে নিয়েছি। আমার কাজই আমার ইশ্বর। সিনেমাকে আমি অত্যন্ত সম্মান করি।”

[আরও পড়ুন: নীল জলে স্বল্পবসনা মালাইকা, ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement