Advertisement
Advertisement
SS Rajamouli

আমেরিকায় ‘RRR’ ছবির সাফল্যমঞ্চে ‘জয় হিন্দ’ ধ্বনি ‘দেশপ্রেমী’ রাজামৌলির, দেখুন ভিডিও

আর কী বললেন পরিচালক?

SS Rajamouli After RRR's Big Win At Critics Choice Awards| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 16, 2023 3:19 pm
  • Updated:January 16, 2023 3:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোল্ডেন গ্লোবে আর আর আর ছবি সেরা হওয়ার পর থেকেই পরিচালক এস এস রাজা মৌলি কপাল যেন খুলে গিয়েছে। আর এবার লস অ্যাঞ্জেলেসের ক্রিকিট চয়েস পুরস্কারে সেরা হওয়ার পর তো আর আর আর ছবি নিয়ে মত্ত গোটা আমেরিকা। তবে বিদেশের মাটিতে রাজা মৌলি একের পর এক কামাল দেখালেও, রাজা মৌলির মন কিন্তু পরে রয়েছে ভারতেও। আর তাই তো বিশ্বদরবারে আর আর আর ছবি নিয়ে কথা বলতে গিয়ে, রাজা মৌলির মুখে শোনা গেল ‘মেরা ভারত মহান’।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। গোল্ডেন গ্লোবে সেরা ছবি ও নাতু নাতু সেরা গানের পুরস্কার পাওয়ার পর লস অ্যাঞ্জেলেস ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে সেরার পুরস্কার পায় আর আর আর। পুরস্কার নেওয়ার পর মৌলি জানান, তাঁর পরিবার কীভাবে তাঁকে আনুপ্রাণিত করেছে। আর বক্তব্যের শেষে রাজা মৌলির মুখে উঠে আসে দেশের প্রতি ভালবাসার কথা। মৌলি তাঁর বক্তব্য শেষ করেন ‘মেরা ভারত মহান, জয় হিন্দ’ বলে।

Advertisement

২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ‘RRR’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর। বক্স অফিসে রেকর্ড ব্যবসা করলেও দেশের ছবি হিসেবে অফিশিয়ালি অস্কারের (Oscar 2023) জন্য বেছে নেওয়া হয়নি পরিচালক এসএস রাজামৌলির ছবি ‘RRR’ ছবিকে। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য। অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে সুরকার এমএম কিরাবনী ও গীতকার কালা ভৈরবী ও রাহুল সিপলিগুঞ্জের ‘নাতু নাতু’ (Naatu Naatu)। এবার লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কার জিতে নিয়েছে গানটি।

[আরও পড়ুন: অরিজিতের পাশে মমতা, মুর্শিদাবাদে হাসপাতাল গড়তে সবরকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর]

গোল্ডেন গ্লোবের মঞ্চেই কিংবদন্তি হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গের সঙ্গে দেখা হয়েছিল রাজামৌলি ও কিরাবনীর। সেই ছবি দু’জনেই শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে সোমবার সকালের টুইটে চাঞ্চল্যকর তথ্য জানালেন কিরাবনী। একবার নয়, দু’বার ‘RRR’ দেখেছেন স্পিলবার্গ। নিজেই সেকথা রাজামৌলি ও কিরাবনীকে জানিয়েছেন তিনি। এমনকী, ‘নাতু নাতু’ গানটিও নাকি কিংবদন্তি হলিউড পরিচালকের বেশ পছন্দ।

[আরও পড়ুন: মরণোত্তর দেহদানের ঘোষণার পরই হাসপাতালে ছবি, কী হল তসলিমার? উৎকণ্ঠায় অনুরাগীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement