Advertisement
Advertisement

সিনেমায় পা রাখছেন শাহরুখ-পুত্র? কী পোস্ট করলেন গৌরী?

জোড়া চমক খান পরিবারে।

SRK’s son Aryan hints at Bollywood debut
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 28, 2018 12:20 pm
  • Updated:August 12, 2021 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সহকারী পরিচালকের ভূমিকায় আরিয়ান খান! আরে কোনও গুজব নয়। একেবারে তাজা খবর। নিজের ইনস্টাগ্রামে ছবি পরিচালনার খবরই পোস্ট করেছেন বলিউড বাদশার পুত্র। এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা নিয়ে বেশ ব্যস্ত আরিয়ান। ব্যস্ততার মধ্যে মধ্যেই নিজেকে অভিনেতা হিসেবে তৈরিও করছেন। হলিউডের পরিচালকদের সঙ্গে কাজ জুটিয়ে ফেলেছেন। সহকারী পরিচালক হিসেবে হাত পাকাতে শুরু করেছেন। সেই ছবিই ইনস্টাগ্রামে দেখা গেছে। খুব শিগগির অভিনেতা হিসেবে তিনি বলিউডে ডেবিউ করতে চলেছেন। অন্তত এমন ইঙ্গিতই মিলেছে ইনস্টাগ্রামের ছবিতে।

[টানা ২১ দিন ঘরবন্দি ছিলেন রণবীর, কেন জানেন?]

ইনস্টাগ্রামের পোস্টে আরিয়ান লিখেছেন, হলিউডের পরিচালক অ্যালেক্স ও বারনেন উবের ক্যাব নিয়ে ছবি তৈরি করছেন। ৯০ সেকেন্ডের ছবিতে দুই পরিচালকের সহকারীর ভূমিকায় রয়েছেন তিনি। এই কাজ করতে পেরে তিনি খুশি। নিজের মুখেই বলেছেন, এটি একটি প্রতিযোগিতা। অনেকেই উবের নিয়ে ছবি করছেন। দর্শকভোটে যে ছবি শীর্ষে থাকবে, জয় সেই ছবির পরিচালকের মুঠোবন্দি হবে। ইউটিউবে সংশ্লিষ্ট ভিডিওয় লাইক পড়লেই জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে যাবে ছবি। আর জয়ী হলেই মিলবে ১০ হাজার ডলার নগদ। ভিডিওর লিঙ্কও শেয়ার করেছেন আরিয়ান।

Advertisement

আচ্ছা ইনস্টাগ্রামে এহেন পোস্ট করে কী নিজেকে বিজ্ঞাপিত করলেন আরিয়ান ? তবে যাই করুক না কেন শাহরুখ-পুত্র হয়তো বরুণ ধাওয়ানের মতো পরিচালনার মাধ্যমেই বি-টাউনে পা রাখতে চান। এনিয়ে জল্পনা কল্পনা শুরু হয়েছে টিনসেল টাউনে। মজার বিষয় হল, আরিয়ানের এই উদ্যোগে খুশি হবেন আঙ্কল করণ জোহর। খুশি হয়ে দারুণভাবে আরিয়ানের বলিউড ডেবিউর আয়োজন করবেন তিনি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

এমনিতেই বি-টাউনে সুখী দম্পতি হিসেবে শাহরুখ গৌরীর বিশেষ পরিচিতি রয়েছে। ছেলে আরিয়ান নিজেকে তৈরি করে বি-টাউনে প্রবেশ করতে চাইছেন। মেয়ে সুহানাও অভিনেত্রী হিসেবেই নিজেকে দেখতে চান। কিছুদিন আগে এক নাটকে নিজের অভিনয় প্রতিভার প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছেন। আর এখানেই রয়েছে আরও এক চমক। দাদা যখন ক্যামেরার পিছনে, তখন সামনে এসে সক্কলের মন জয় করে নিচ্ছে ছোট্ট আব্রামও। ছেলেকে নিয়ে আত্মবিশ্বাসী গৌরী নিজেই আব্রামের ছবি শেয়ার করেছেন। সেখানে ছোট ছেলেকে ‘নাইট রাইডার’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। বোঝাই যাচ্ছে  বলিউড শাসনের ব্যটন হাতে নিতে তৈরি খান পরিবারের  পরবর্তী প্রজন্ম।

[বিয়ের পরও ভাটা নেই আবেদনে, বিকিনিতে গোয়ার বিচে উষ্ণতা ছড়ালেন রিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement