Advertisement
Advertisement
শাহরুখ খান

করোনা কালে ফের ‘মসিহা’ শাহরুখ, ১৫ শয্যার আইসিইউতে বদলে গেল কিং খানের অফিস

কী কী থাকছে সেখানে?

SRK's office turned into ICU to fight against covid pandemic situation

ফাইল ফটো

Published by: Suparna Majumder
  • Posted:August 8, 2020 9:26 pm
  • Updated:August 8, 2020 10:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগে ছিল কোয়ারেন্টাইন সেন্টার। থাকতেন উপসর্গহীন করোনা রোগীরা। তাঁদের খেয়াল রাখতেন স্বাস্থ্য কর্মীরা। পিপিই কিট পরে দিয়ে যেতেন প্রয়োজনীয় ওষুধ, খাদ্য সামগ্রী। এপ্রিল মাসেই নিজের খারস্থিত অফিসের চাবি বৃহন্মুম্বই পুরসভার হাতে তুলে দিয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। এবার তাতে শুরু হল আইসিইউ পরিষেবা।

১৫ শয্যার মেক-শিফড আইসিইউ হাসপাতালে থাকছে লিক্যুইড অক্সিজেন স্টোরেজ ট্যাঙ্ক, ভেন্টিলেটর, হাই ফ্লো নাসাল অক্সিজেন মেশিন। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা পালা করে থাকবেন রেসিডেনশিয়াল চিকিৎসক। থাকবেন দক্ষ নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফ। জানা গিয়েছে, একদা শাহরুখ খানের অফিসের প্রথম তলায় সেন্ট্রাল অক্সিজেন পরিষেবা-সহ মোট ছ’টি শয্যা থাকবে। দ্বিতীয় তলায় দুই ভাগে চারটি ও পাঁচটি করে শয্যা থাকবে।

Advertisement

[আরও পড়ুন: সুশান্ত ইস্যুতে মুম্বই পুলিশের অনুমতি না নিলে CBI’কেও আইসোলেশনে যেতে হবে, বিস্ফোরক মেয়র]

২৪ এপ্রিল শাহরুখ খান ও গৌরী খান (Gauri Khan) জানিয়েছিলেন, করোনা মোকাবিলায় খারের অফিসটি বৃহন্মুম্বই পুরসভার হাতে তুলে দেওয়া হচ্ছে। তা কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে তৈরি করতে মে মাস গড়িয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে, ৬৬ জন করোনা আক্রান্ত রোগী এখনও পর্যন্ত ভরতি হয়েছিলেন কোয়ারেন্টাইন সেন্টারটিতে। যার মধ্যে ৫৪ জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ১২ জন উপসর্গহীন করোনা রোগী কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন।

তাঁদের অন্য সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১৪ জুলাই থেকে শাহরুখ খানের অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে মেক-শিফড আইসিইউ হাসপাতাল তৈরির কাজ শুরু হয়। পরিবর্তিত পরিস্থিতিতে মেক-শিফড আইসিইউ হাসপাতালটি রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। আর এই কাজে সাহায্য করবে শাহরুখ খানের স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশন। খাবার সরবরাহ করার দায়িত্ব এবং অন্যান্য নানা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব স্বেচ্ছাসেবী সংস্থার ইচ্ছুক কর্মীরা নেবেন বলে জানা গিয়েছে।

{আরও পড়ুন:করোনা কাঁটা, বাবার দেহদানের শেষ ইচ্ছাপূরণ করতে না পারায় আক্ষেপ শ্যামল কন্যা উষসীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement