সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের (Shah Rukh Khan) ৩ দশকের কেরিয়ারে রেকর্ড! পয়লা দিনের প্রায় ৬ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। জল্পনা ছিল, ওপেনিং ডে-তেই হেসেখেলে ৫০ কোটির ক্লাবে ঢুকবে ‘জওয়ান’ (Jawan)। এবার তাতেই সিলমোহর। দেশ-বিদেশ মিলিয়ে আন্তর্জাতিক বক্সঅফিসেও অগ্রীম বুকিংয়ের ক্ষেত্রে হিন্দি সিনেমা হিসেবে রেকর্ড গড়েছে এই ছবি। রিলিজের আগেই ৫০ কোটির ব্যবসা। যা কিনা বিশ্বের বক্সঅফিসে বলিউডের গ্রাফকে একলাফে উর্ধ্বমুখী করে দিয়েছে।
রিলিজের আগের দিন বুধবার যশরাজ স্টুডিওতে‘জওয়ান’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়েও চাঁদের হাট। বাদশার ছবি দেখতে হাজির হয়েছেন বলিউড তারকারা। শাহরুখ খান, সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ভূষণ কুমারের পাশাপাশি সিনেমার অন্যান্য তারকারাও হাজির হয়েছেন স্ক্রিনিংয়ে।
রাত পো৮হালেই রিলিজ। তার আগেই উত্তেজনায় ফুটছেন শাহরুখ-ভক্তরা। প্রসঙ্গত, সর্বোচ্চ কত টাকায় ‘জওয়ান’-এর টিকিট বিক্রি হচ্ছে, জানলে ‘হা’ হবেন! বিশেষ করে দেশের মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিকোচ্ছে টিকিট। কোথাও কোথাও আবার -এর টিকিটের দাম আড়াই হাজার পর্যন্ত উঠেছে। সিনেবাণিজ্য বিশ্লেষকদের মতে, রিলিজের আগেই অগ্রীম বুকিংয়ে ঝড় তুলে ৫০ কোটি টাকা আয় করে ফেলেছে ‘জওয়ান’। রিলিজের আগে দেশে প্রায় ৩১ কোটি টাকা কামিয়েছে এই ছবি। সিনে বাণিজ্য বিশ্লেষক অক্ষয় রাঠি বলছেন, পয়লা দিনে হিন্দি-তামিল বেল্ট মিলিয়ে এই ছবি ৭০ কোটি টাকা আয় করতে পারে। এবার প্রশ্ন, ‘পাঠান’-এর পয়লা দিনের রেকর্ড কি ভাঙতে পারবে ‘জওয়ান’? রাত পোহালেই মিলবে উত্তর।
প্রসঙ্গত, দেশজুড়ে ‘জওয়ান’ জ্বর। শুধু ভারত কেন, শাহরুখ খানের বিদেশের অনুরাগীরাও উত্তেজনায় ফুটছেন। ট্রেলার প্রকাশ্যে এনেই বক্সঅফিসে সিনেমা অর্ধেক হিট করে ফেলেছেন শাহরুখ খান। ‘জওয়ান’-এ বাদশার ‘রাফ অ্যান্ড টাফ’ লুক দেখে ভক্তদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ততোধিক তুখড় সংলাপ! এবার রিলিজের আগে রেকর্ড সংখ্যক ব্যবসা নিয়ে মুখ খুললেন শাহরুখ খান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.