Advertisement
Advertisement

Breaking News

SRK Vishal Bhardwaj

শাহরুখ যেন বলিউডের ‘পরশপাথর’, এবার বিশাল ভরদ্বাজের সিরিজেও কিং খান

কোন সিরিজে দেখা যাবে শাহরুখ খানকে?

SRK to work with Vishal Bhardwaj, cameo in 'Khufiya' | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:September 28, 2023 5:43 pm
  • Updated:September 28, 2023 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর চারেক বাদে প্রত্যাবর্তন করেও শাহরুখ খান (Shah Rukh Khan) যেন অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছেন। বক্স অফিসে যখন অপ্রতিরোধ্য ‘জওয়ান’ (Jawan), তখন নিত্য নতুন ছবি-সিরিজে কিং খান কানেকশনের কথা শোনা যাচ্ছে। এবার জানা গেল শাহরুখ নাকি বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন। পরিচালক অবশ্য বড়সড় ইঙ্গিত দিয়েছেন।

কিং খান যেন ঠিক বলিউডের ‘পরশপাথর’। প্রত্যাবর্তনেই যশরাজ ফিল্মসের ধুঁকতে থাকা ব্যবসার হাল ফিরিয়েছেন। তার আট মাস বাদে গোটা দেশ কাঁপাচ্ছেন জওয়ান দিয়ে। সেই সঙ্গে বলিউডের ব্যবসার গ্রাফও উর্ধ্বমুখী করে দেখালেন। নতুন প্রজন্মের তারকারা আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বাদশাকে দেখেই। এর মাঝেই সলমনের সঙ্গে পাঠান ভার্সেস টাইগার-এ অভিনয় করার কথা শাহরুখের। এদিকে রাজকুমার হিরানির সঙ্গে ‘ডাঙ্কি’ মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। এবার জনপ্রিয় পরিচালক বিশাল ভরদ্বাজের ‘ব্রহ্মাস্ত্র’ও সেই শাহরুখই। তাঁর ‘খুফিয়া’ সিরিজে কিং খানকে দেখা যাবে ক্যামিওর চরিত্রে।

Advertisement

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর টিজারে রোমহর্ষক রণবীর, দেখলে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বইতে বাধ্য!]

বিশাল ভরদ্বাজ এপ্রসঙ্গে জানান, “অনেকদিন ধরেই ইচ্ছে শাহরুখের সঙ্গে কাজ করার। কথা হয়েছে অনেকবার। কিন্তু হয়ে আর ওঠেনি শেষপর্যন্ত। একবার তো শাহরুখ আর আমি একটা সিনেমার ঘোষণাও করে ফেললাম, শুটিং শিডিউল সব ঠিকঠাক । কিন্তু কাজটা আর হল না। তবে এবার শাহরুখ নিজেই বলছেন, সময়ে এসে গেছে একসঙ্গে কাজ করার। ক্যামিও তো হয়েই গেছে। এবার পুরো সিনেমাও করে নেব একসঙ্গে।” প্রসঙ্গত, ২০১০ সালে চেতন ভগতের উপন্যাস অবলম্বনে বিশাল শাহরুখকে নিয়ে ‘টু স্টেটস’ করতে চেয়েছিলেন। এটা সেইসময়কার কথা। সম্ভবত, ভরদ্বাজের ‘খুফিয়া’ সিরিজে ক্যামিও রোলে শাহরুখ দেখা দেবেন।

[আরও পড়ুন: অভিনব উদ্যোগ দেবের, বিশেষ চাহিদা সম্পন্ন খুদেরা গান গাইল ‘বাঘা যতীন’ ছবির জন্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement