সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষমেশ তবে ছবি জুটল শাহরুখ খানের কপালে! ২০১৮ সালে ‘জিরো’ ছবির পর থেকে আর কোনও ছবি পাননি তিনি। তাঁর মতে, এখন তিনি অভিনয় জীবন থেকে বিরতি নিয়েছেন। যদিও নিন্দুকরা বলছিলেন, ছবি হাতে নেই শাহরুখের। তাই এমন কথা বলছিলেন তিনি। তবে এবার বোধহয় খরা কাটল। শোনা যাচ্ছে অনুরাগ কাশ্যপের পরিচালনায় কাজ করতে চলেছেন শাহরুখ।
বাতাসে গুঞ্জন তেমনই। শোনা যাচ্ছে, প্রযোজক নিখিল দ্বিবেদী নাকি কোয়েন্টিন ট্যারেন্টিনোর ‘কিল বিল’ ছবির স্বত্ব কিনেছেন। সেই ছবিতেই নাকি দেখা যাবে শাহরুখ খানকে। ছবিটি পরিচালনা করার কথা অনুরাগ কাশ্যপের। সূত্রের খবর, এবছরের গোড়ার দিকে স্বত্ব কিনেছিলেন নিখিল। এবার তিনি ছবির কাজ পুরদস্তুর শুরু করে দিতে চান। শাহরুখকে নাকি ছবির অন্যতম প্রধান চরিত্র বিলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। যদিও অভিনেতা এনিয়ে এখনও কিছু জানাননি। শোনা যাচ্ছে, অনুরাগের সঙ্গে কথা নাকি কথাবার্তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এনিয়ে এখনও চূড়ান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, একথা সত্যি যে তাঁর হাতে এখন কোনও ছবি নেই। সাধারণত একটি ছবি যখন শেষের দিকে চলে আসে তখন অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা-অভিনেত্রীরা। তিনি নিজে একটি ছবি শেষ হওয়ার তিন-চার মাসের মধ্যে অন্য ছবির কাজ শুরু করে দিতেন এতদিন। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। কারণ, মন সায় দিচ্ছে না। এখন তিনি সিনেমা দেখেন, গান শোনেন, গল্পের বই পড়েন। আরিয়ানের পড়াশোনা শেষের পথে। সুহানাও কলেজ যেতে শুরু করেছে। এই সময় তিনি ছেলেমেয়েদের সঙ্গে থাকতে চান। পরিবারকে সময় দিতে চান বলে জানিয়েছেন অভিনেতা।
রাকেশ শর্মার বায়োপিকে কাজ করার কথা ছিল শাহরুখের। তিনি নিজে এমন একটা ভাল প্রজেক্ট ছেড়ে দিলেন ‘ডন ৩’-এর জন্য। এখন শোনা যাচ্ছে শাহরুখের চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। এদিকে ‘ডন ৩’ সম্ভবত শাহরুখের হাত থেকে বেরিয়ে গিয়েছে। সেখানে নাকি রণবীর কাপুর অভিনয় করবেন। এবার যদি ‘কিল বিল’ দিয়ে ভাগ্যের শিকে ছেঁড়ে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.