Advertisement
Advertisement

Breaking News

Pathaan Movie

দেশজুড়ে বাড়ানো হচ্ছে শো, প্রথম সপ্তাহেই ৩০০ কোটি ছুঁতে পারে ‘পাঠান’!

প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত শাহরুখের।

SRK film likely to earn Rs 300 crore worldwide| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 25, 2023 9:32 pm
  • Updated:January 27, 2023 9:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তির প্রথম দিনই পাঠান বুঝিয়ে দিল আগামী কয়েক সপ্তাহ বক্স অফিসে রাজত্ব চলবে তারই। শাহরুখ ম্যাজিকই যে বলিউডের সুদিন ফেরাবে তা কিং খান যেন আবার প্রমাণ করে দিলেন। ট্রেন্ড বলছে ‘পাঠান’ সব সিনেমার রেকর্ড ভেঙে দেবে। খবর অনুযায়ী, দর্শকদের অনুরোধে গোটা দেশ জুড়ে তিনশো শো বাড়ানো হয়েছে। ‘পাঠান’ নিয়ে উন্মাদনা এতটাই তুঙ্গে যে, শো টাইম শুরু হচ্ছে সকাল ৭ টা থেকে আর শেষ হচ্ছে রাত ১২ টারও পর। সব মিলিয়ে ‘পাঠান’ (Pathaan Movie) যে দর্শকদের মনে দারুণ জায়গা করে নিয়েছে তা কিন্তু বোঝাই যাচ্ছে।

তা প্রথম দিন কেমন ব্যবসা করল পাঠান। বক্স অফিসে (Box Office) রিপোর্ট অনুযায়ী, বুধবার বিকেল ৫ টা পর্যন্ত দেশজুড়ে পাঠানের আয় ৪৫ থেকে ৫০ কোটি টাকা। অন্যদিকে, দক্ষিণ ভারতে এই ছবির তেলেগু ও তামিল ভার্সানও ভালই ব্যবসা করছে। হিসেব বলছে, এই দু’ভাষায় পাঠানের ঝুলিতে রয়েছে ১ থেকে ৩ কোটি টাকা।

Advertisement

Pathaan: Deepika Padukone Reveals A Besharam Rang Secret

[আরও পড়ুন: বড়পর্দায় বাদশাহি কামব্যাক, ‘পাঠান’ বুঝিয়ে দিল শাহরুখ ‘জিন্দা হ্যায়’]

বক্স অফিসে ঝড় তুলেছে ‘পাঠান’ (Pathaan)। রেকর্ড অগ্রিম বুকিংয়ের হিসেবে তেমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আর সেই হিসেবেই শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাকে অনায়াসে টপকে যেতে পারে । এমনটাই মত চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

কিছুদিন আগে বজরং দল হুমকি দিয়েছিল ছবিটি গুজরাটে রিলিজ করতে দেওয়া হবে না। ছবির প্রর্দশন আটকাতে গুয়াহাটির একটি সিনেমা হলে চড়াও হয় কট্টরপন্থী এই দলের সদস্যরা। এর আগে ছবির ‘বেশরম গান’ নিয়ে আপত্তি তোলা হয়েছিল। নায়িকা দীপিকা পাড়ুকোনের পোশাক নিয়েও তীব্র কটাক্ষ করা হয়েছে। ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’ হ্যাশট্যাগ। কিন্তু শাহরুখের কামব্যাক ছবির মুক্তিতে বিতর্কের রং একেবারে ফিকে।

[আরও পড়ুন: ‘পাঠানে’র প্রেক্ষাগৃহেই প্রকাশ্যে সলমনের নয়া ছবির টিজার, সিনেমাহল জুড়ে শিশ-হাততালি!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement