Advertisement
Advertisement
Waves Summit 2025

বিনোদুনিয়ার কল্যাণে বিশ্ব সম্মেলনের ডাক মোদির, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শাহরুখ, অক্ষয়ের

শাহরুখ, অক্ষয়ের পাশাপাশি মোদিকে ধন্যবাদ জানিয়েছেন, সঞ্জয় দত্ত, প্রসূন যোশী, একতা কাপুরের মতো ব্যক্তিত্বরাও।

SRK, Akshay Kumar's shout-out to PM Modi for launching Waves Summit 2025
Published by: Akash Misra
  • Posted:December 31, 2024 11:49 am
  • Updated:December 31, 2024 11:49 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছিলেন নতুন বছরে এদেশে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওরফে WAVES। তিনি জানিয়ে ছিলেন, দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি তথা বিনোদুনিয়াকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য হবে এই সম্মেলনের। মোদির কথায়, এই সম্মেলনে অংশ নেবেন গোটা দুনিয়ার ক্রিয়েটিভ মাস্টাররা।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগ যে সত্য়িই দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য আশার আলো, তা বলাই বাহুল্য। আর তা বুঝতে পেরেই মোদিকে ধন্যবাদ জানালেন বলিউড কিং শাহরুখ খান। এক্স হ্য়ান্ডেলে শাহরুখ লিখলেন, ”অসাধারণ এই উদ্যোগ। যা কিনা সিনেমা ও বিনোদুনিয়ার জন্য খুবই উল্লেখযোগ্য পদক্ষেপ। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে দেশের অর্থনীতির উন্নয়নে সাহায্য করে, এই সম্মেলন তা সেলিব্রেট করে। অপেক্ষায় রয়েছি এই সম্মেলনের অংশ হওয়ার জন্য।”

Advertisement

শুধু শাহরুখ নন, এক্স হ্য়ান্ডেলে মোদিকে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয় কুমারও। অক্ষয় লিখলেন, ”বিনোদুনিয়াকে এগিয়ে নিয়ে যেতে মোদির এই উদ্য়োগকে সাধুবাদ জানাই। আশা করব, এই সম্মেলন বিনোদুনিয়া এবং দেশকে বিশ্ব দরবারে আরও জনপ্রিয় করে তুলবে। একসঙ্গে এবার বেড়ে উঠবে দেশ ও দেশের বিনোদন জগত।”

শাহরুখ, অক্ষয়ের পাশাপাশি মোদিকে ধন্যবাদ জানিয়েছেন, সঞ্জয় দত্ত, প্রসূন যোশী, একতা কাপুরের মতো ব্যক্তিত্বরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement