সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছিলেন নতুন বছরে এদেশে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওরফে WAVES। তিনি জানিয়ে ছিলেন, দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি তথা বিনোদুনিয়াকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য হবে এই সম্মেলনের। মোদির কথায়, এই সম্মেলনে অংশ নেবেন গোটা দুনিয়ার ক্রিয়েটিভ মাস্টাররা।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগ যে সত্য়িই দেশের ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য আশার আলো, তা বলাই বাহুল্য। আর তা বুঝতে পেরেই মোদিকে ধন্যবাদ জানালেন বলিউড কিং শাহরুখ খান। এক্স হ্য়ান্ডেলে শাহরুখ লিখলেন, ”অসাধারণ এই উদ্যোগ। যা কিনা সিনেমা ও বিনোদুনিয়ার জন্য খুবই উল্লেখযোগ্য পদক্ষেপ। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে দেশের অর্থনীতির উন্নয়নে সাহায্য করে, এই সম্মেলন তা সেলিব্রেট করে। অপেক্ষায় রয়েছি এই সম্মেলনের অংশ হওয়ার জন্য।”
It is with great anticipation that I look forward to WAVES – a film and entertainment world summit – to be held in our country itself. An occasion that celebrates our industry and acknowledges the role it plays in the Indian economy as well as its strength as a soft power… and… https://t.co/QE52Rs11NZ
— Shah Rukh Khan (@iamsrk) December 30, 2024
শুধু শাহরুখ নন, এক্স হ্য়ান্ডেলে মোদিকে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয় কুমারও। অক্ষয় লিখলেন, ”বিনোদুনিয়াকে এগিয়ে নিয়ে যেতে মোদির এই উদ্য়োগকে সাধুবাদ জানাই। আশা করব, এই সম্মেলন বিনোদুনিয়া এবং দেশকে বিশ্ব দরবারে আরও জনপ্রিয় করে তুলবে। একসঙ্গে এবার বেড়ে উঠবে দেশ ও দেশের বিনোদন জগত।”
Now this is PM @narendramodi ji’s vision towards promoting the Media & Entertainment sector. Quite a wonderful idea. Waves 2025 summit will hopefully be a fabulous global forum to have the entire entertainment industry come and grow together. https://t.co/IBtadmxjpZ
— Akshay Kumar (@akshaykumar) December 29, 2024
শাহরুখ, অক্ষয়ের পাশাপাশি মোদিকে ধন্যবাদ জানিয়েছেন, সঞ্জয় দত্ত, প্রসূন যোশী, একতা কাপুরের মতো ব্যক্তিত্বরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.