সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা কাপড়ে ঢাকা দেওয়া একটা মৃতদেহ৷ আচমকাই উঠে দাঁড়িয়ে জঙ্গলে ঘেরা রাস্তা ধরে হাঁটছেন একজন৷ হাঁটতে হাঁটতে রাজপ্রসাদে পৌঁছে গেলেন তিনি৷ ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে আদালতে সওয়াল জবাবের শব্দ৷ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা কারও নাম জিজ্ঞাসা করা হচ্ছে৷ তিনি নাম বলছেন৷ কিন্তু তা শুনতে আগ্রহী নন আইনজীবী৷ অবশেষে রাজা মহেন্দ্র কুমার নাম শুনেই চুপ করে যান আইনজীবীও৷ এরপর রাজপ্রাসাদে ঢুকে চেয়ারে বসে পড়লেন তিনি৷ তাঁকে দেখে রীতিমতো হতবাক রাজপ্রাসাদে থাকা অন্যান্য মহিলারাও৷ ভাবছেন তো কীসের কথা বলছি? এত উপহার সৃজিত মুখোপাধ্যায় ছাড়া দর্শককে ক’জনই বা দিতে পারেন! তাঁর পরবর্তী ছবি ‘এক যে ছিল রাজা’-র টিজার এখন নেট দুনিয়ায় ভাইরাল৷ আপাতত দর্শকদের পছন্দের তালিকায় নতুন এই সিনেমার টিজার৷
উত্তমকুমার ‘সন্ন্যাসী রাজা’ করেছিলেন৷ ভাওয়াল সন্ন্যাসীর গল্প নিয়েই তৈরি হয়েছিল এই সিনেমা৷ আবারও ভাওয়াল সন্ন্যাসীকে নিয়ে দর্শকদের মন জয় করতে চলেছেন সৃজিত৷ স্বাভাবিকভাবেই এই ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহের অন্ত নেই৷ যদিও সৃজিত আগেই জানিয়েছেন দু’টি ছবি সম্পূর্ণ আলাদা৷ ‘সন্ন্যাসী রাজা’-য় দেখানো হয়েছিল বাকল্যান্ড বাঁধ থেকে ছাইমাখা অবস্থায় ফিরে এসেছিলেন ভাওয়াল এস্টেটের জমিদার বংশের রাজকুমার রমেন্দ্রনারায়ণ৷ এস্টেটের সম্পত্তির অধিকার চেয়ে আদালতে মামলাও করেছিলেন তিনি৷ তারপর কী হল, তা অজানাই থেকে গিয়েছিল দর্শকদের কাছে৷ পার্থ চট্টোপাধ্যায়ের বই ‘প্রিন্সলি ইম্পস্টার: দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড ইউনিভার্সাল হিস্ট্রি অফ কুমার অফ ভাওয়াল’, মুরাদ ফৈজির বই ‘এ প্রিন্স’, ‘পয়জন এন্ড টু ফিউনারাল’ এই বইগুলিতেই এ সম্বন্ধে বেশ কিছু তথ্য রয়েছে৷ সিনেমার পর্দায় সেই কাহিনি কখনও উঠে আসেনি৷ সেটাই করলেন সৃজিত মুখোপাধ্যায়৷
এখানে রাজা বা জমিদারের ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্তকে৷ তাঁর স্ত্রী-র ভূমিকায় অভিনয় করছেন রাজনন্দিনী। জমিদারের বোনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান এবং দু’জন গুরুত্বপূর্ণ উকিলের চরিত্রে দেখা যাবে টলিউডের দুই লেজেন্ড অঞ্জন দত্ত এবং অপর্ণা সেনকে। এছাড়াও অন্যান্য কয়েকটি চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য এবং রুদ্রনীল ঘোষের মতো তারকারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.