Advertisement
Advertisement

আগামী পুজোয় বড়পর্দায় ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’!

মিশর, পাহাড়ের পর জঙ্গলে নয়া অভিযান।

Srijit's upcoming movie 'Kakababur protyaborton'
Published by: Sayani Sen
  • Posted:December 26, 2018 4:05 pm
  • Updated:December 26, 2018 4:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো আসতে এখনও ঢের বাকি৷ কিন্তু পুজোয় কী উপহার দেওয়া যায়, তা নিয়েই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন পরিচালক সৃজিৎ৷ ভাবছেন তো, ক্রিসমাসের সেলিব্রেশন বাদ দিয়ে এখন থেকে পুজোর কথা ভেবে সময় নষ্ট করার কি আছে? আরে বাবা এ উপহার তো আর যা তা নয়, গোটা একটা ছবি বলে কথা৷ এবার ছবি নিয়ে মনে প্রশ্ন জাগছে তো? হ্যাঁ ঠিকই ভাবছেন৷ সিনে অনুরাগীদের জন্য সুখবর, আগামী বছরের পুজোতে নতুন ছবি উপহার দিতে চলেছেন সৃজিৎ৷ কাকাবাবুকে নিয়ে তৈরি হচ্ছে সেই ছবি৷

‘জিরো’-কে টপকে বাংলার প্রতিটি প্রেক্ষাগৃহে হাউসফুল ‘রসগোল্লা’

একেই বোধহয় বলে বড়দিনে পুজো জমজমাট! পরিচালক সৃজিৎ ২০১৯-র পুজোর ছবিটির কথা ঘোষণা করেছেন৷ ছবির নাম ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’৷ প্রযোজক শ্রীকান্ত মোহতার সঙ্গে গাঁটছড়া বেঁধে পর্দায় আসতে চলেছে কাকাবাবুর নতুন আখ্যান৷ সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি৷ পরিচালক জানান, ‘এবার কেনিয়ার মাসাইমারা গেম রিজার্ভ ফরেস্টে হবে ছবির শুটিং৷ মে-জুন মাসে ওই জঙ্গলে জেব্রা এবং অন্যান্য প্রাণীদের দেখা পাওয়া যায়৷ তাই ওই সময়ে শুটিং করলে মিলতে পারে এই ধরনের নানা বন্যপ্রাণীর খোঁজ৷ ‘চাঁদের পাহাড়’-এর স্বাদ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলেই জানান সৃজিত৷ কাকাবাবু প্রসেনজিৎ যদিও আগামী ছবির বিষয়ে যথেষ্টই উচ্ছ্বসিত৷ তিনি বলেন, ‘‘কাকাবাবু আগে মিশর, পাহাড় গিয়েছে৷ কাকাবাবু এই প্রথমবার জঙ্গলে যাবেন৷ পুজোয় আসছেন কাকাবাবু৷ শুটিং শুরুর অপেক্ষায় রয়েছি৷ সবাই ছবিটা দেখুন, এটাই চাইব৷’’ এই ছবিতে সন্তু হিসাবে দেখা যাবে আরিয়ানকে৷ এছাড়াও থাকছেন অনির্বাণ চক্রবর্তী৷ যিনি একেনবাবু হিসাবে জনপ্রিয়৷

Advertisement

‘সান্টা বেবি’ সাজতে গিয়ে এ কী হাল হল পুনমের! দেখুন ভিডিও

‘মিশর রহস্য’-এর গল্পে অনেক পরিবর্তন করেছিলেন পরিচালক৷ তা নিয়ে সমালোচনার শিকার হতে হয়েছিল তাঁকে৷ ‘ইয়েতি অভিযান’-এ গল্পে এতটুকু বদল করেননি সৃজিত৷ তাতেও চিত্রনাট্য দুর্বল বলে অনেকের মনে হয়েছে৷ তবে যাবতীয় সমালোচনা থেকে শিক্ষা নিয়ে তৃতীয় এই ছবিটিকে দর্শকদের জন্য অনেক বেশি টানটান তৈরি করার চেষ্টা করছেন পরিচালক৷ ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ দর্শকদের মন ছোঁবে বলেই আশা সৃজিতের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub