Advertisement
Advertisement

Breaking News

মদের গ্লাস মাথায় সৃজিতের ‘জামাল কুদু’ নাচ, সঙ্গী পরমব্রত ও স্বস্তিকা!

দুই প্রাক্তনের সঙ্গে পার্টিতে মজে স্বস্তিকা।

Srijit Mukherji's Jamala Kudu Dance goes Viral| Sangbad Pratidin

হইচইয়ের পার্টিতে সৃজিত, পরমব্রত, স্বস্তিকা। ছবি- ইনস্টাগ্রাম

Published by: Akash Misra
  • Posted:January 5, 2024 10:57 am
  • Updated:January 5, 2024 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতবিরেতে টলিপাড়ায় হইচই! আর এই হইচইয়ের নেপথ্যে টলিউডের প্রায় সব তারকারা থাকলেও, নেটিজেনদের ফোকাসে সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়!

গুঞ্জনে ছিল এক সময় পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন স্বস্তিকা। পরমের পর সৃজিতের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন স্বস্তিকা। সে প্রেম ঘুচেছে। এখন তাঁরা বন্ধু! আর সেই দুই বন্ধু ওরফে প্রাক্তনের সঙ্গেই স্বস্তিকার বৃহস্পতিবার দেখা হইচইয়ের বর্ষবরণের পার্টিতে। একসঙ্গে ছবি তুললেন, দিলেন আড্ডাও।

Advertisement

তবে বিন্দাস সৃজিত কিন্তু আরও এক ধাপ এগিয়ে। পার্টিতে যেই না ‘অ্যানিম্যাল’ ছবির ‘জামাল কুদু’ গান চলল, তখনই মাথায় মদের গ্লাস নিয়ে সৃজিতের সেকি নাচ! সেই ফ্রেমে চলে এলেন পরম। সৃজিতের মাথা থেকে টুক করে গ্লাস নিয়ে দিলেন চুমুক। আবার রেখেও দিলেন। নাচের টাল সামলাতে না পেরে গ্লাসটা যেই সৃজিতের মাথা থেকে মাটিতে পড়তে যাবে, ঠিক তখনই হাজির স্বস্তিকা। শুধু গ্লাস নয়, নাচের নেশায় টালমাটাল সৃজিতকেও সামলালেন তিনি।  তবে শুধুই পরম ও স্বস্তিকা নয়, সৃজিত নেচেছেন যিশু সেনগুপ্তর সঙ্গেও। টলিতারকাদের নাচে, গানে হইচইয়ের পার্টি একেবারে জমজমাট।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]

সৃজিত, স্বস্তিকা, পরমব্রত।

প্রসঙ্গত, দেবকে সঙ্গে নিয়ে নতুন এক থ্রিলার ছবিতে হাত দিয়েছেন সৃজিত। আপাতত, ছবির নাম ঠিক হয়েছে ‘টেক্কা’। আর সূত্রের খবর, এই ছবিতে সব বিতর্ক উড়িয়ে বহু বছর পর ফের সিনেপর্দায় জুটি বাঁধছেন পরমব্রত ও স্বস্তিকা। এখানেই চমকের শেষ নয়। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। জানুয়ারি থেকেই নাকি শুরু হবে এই ছবির শুটিং। ২০২৪-এর পুজোতেই মুক্তি পাবে সৃজিতের এই হাই ভোল্টেজ ছবি। এই পার্টিতে সেই ছবিরই হয়তো একটু ঝলক দেখালেন সৃজিত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

[আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ কত ঘণ্টার সিনেমা জানেন? শুনলে অবাক হবেন!]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement