Advertisement
Advertisement

Breaking News

Srijit Mukherji

‘দক্ষিণ আফ্রিকাকে বলো খোকা এসেছে’, ভারতের জয়ে তেরঙ্গা হাতে নিয়ে উচ্ছ্বাস সৃজিতের

অবশেষে স্বপ্নপূরণ।

Srijit Mukherji used iconic dialogue to celebrate India T20 World Cup win
Published by: Suparna Majumder
  • Posted:June 30, 2024 9:11 am
  • Updated:June 30, 2024 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, বাঙালির তেরো পার্বণ। আর তার সঙ্গে যদি যোগ হয় ক্রিকেটের উচ্ছ্বাস। তাহলে তো আর কথাই নেই! শনিবারের রাতে আসমুদ্র হিমাচলের প্রার্থনা পূর্ণ হল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরার খেতাব ছিনিয়ে নিল ভারত। পেল ভুবনজয়ীর শিরোপা। ভাঙল উচ্ছ্বাসের বাঁধ। আর সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) বললেন, “দক্ষিণ আফ্রিকাকে বলো খোকা এসেছে।”

Srijit-Celebration

Advertisement

এদিন ভারতই প্রথমে ব্যাট করতে নেমেছিল। শুরুতে একের পর এক উইকেট পড়ে। সেখান থেকে ইনিংস ধরেন বিরাট আর অক্ষর। দুরন্ত হাফসেঞ্চুরি করে যান বিরাট। জবাবে প্রথমে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে সাফল্যের দিকে নিয়ে আসেন সেই বুমরাহই। সঙ্গ দেন অর্শদীপও। আর শেষ ওভারে ১৬ রান বাঁচাতে নেমে দুরন্ত বোলিং হার্দিকের। শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ১৩ বছর পর বিশ্বকাপের সেরা ভারত। এতেই উচ্ছ্বসিত সৃজিত। বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন শহরে।

[আরও পড়ুন: বিশ্বজয়ী স্বামীদের গর্বে গরবিনী অনুষ্কা-ঋতিকা-ধনশ্রী, হার্দিকের সাফল্যেও চুপ স্ত্রী নাতাশা]

রাস্তায় তখন তুমুল উচ্ছ্বাস। দীপাবলিকে টক্কর দেওয়ার মতো বাজি ফেটে চলেছে। এদিকে রাস্তায় নেমে পড়েছে ক্রিকেটপ্রেমীরা। ঢাক-ঢোল বাজিয়ে চলছে নাচ। সৃজিতও নেমে পড়লেন ময়দানে। হাতে তুলে নিলেন তেরঙ্গা। তাঁর কানে যেন বাজছিল ‘লেহরাদো’র সুর। তাইতো তেরঙ্গা হাওয়ায় ভাসিয়ে দিলেন পরিচালক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

এর মধ্যেই এল সেলফির আবদার। হাসিমুখেই সব মেটালেন। ক্রিকেট অনুরাগীদের কাঁধে হাত রেখেই দিলেন ‘ইন্ডিয়া… ইন্ডিয়া!’ স্লোগান। অনেকে বাইকে করেও শহর ঘুরেও টিম ইন্ডিয়ার জয়কে সেলিব্রেট করেছেন। তাঁদের কয়েকজনের সঙ্গে দেখা হতেই সৃজিত মজার ছলে বলে ওঠেন, “দক্ষিণ আফ্রিকাকে বলো খোকা এসেছে।”

[আরও পড়ুন: ৬ মাসের ‘যন্ত্রণা’ ভুলে নীরবতা ভাঙলেন হার্দিক, বিশ্বজয়ের স্বাদ পেয়ে বাঁধনহারা বুমরাহ-অক্ষররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement