Advertisement
Advertisement

Breaking News

Srijit mukherji

দেবের জন্মদিনে সৃজিতের উপহার, প্রকাশ্যে নতুন ছবি ‘টেক্কা’র পোস্টার

এই ছবিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

Srijit mukherji shares poster of New movie with Dev| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 25, 2023 3:58 pm
  • Updated:December 25, 2023 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেব আর সৃজিত যে এক সঙ্গে ছবি করছেন, সে খবর আগেই ছিল। এমনকী, খবর ছিল এই ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এমনকী, জানা গিয়েছে, এই ছবিতে সৃজিত দিতে চলেছেন আরও বড় চমক। এই ছবিতে দেখা যাবে স্বস্তিকাকে। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। বলা ভালো সৃজিতের এই ছবিতে একেবারে রিইউনিয়ন। সেই ছবিরই পোস্টার শেয়ার করলেন সৃজিত। এ যেন দেবের জন্মদিনে সৃজিতের উপহার। 

দেবকে সঙ্গে নিয়ে নতুন এক থ্রিলার ছবিতে হাত দিয়েছেন সৃজিত। আপাতত, ছবির নাম ঠিক হয়েছে ‘টেক্কা’ জানুয়ারি থেকেই নাকি শুরু হবে এই ছবির শুটিং। ২০২৪-এর পুজোতেই মুক্তি পাবে সৃজিতের এই হাই ভোল্টেজ ছবি।

Advertisement

[আরও পড়ুন: বড়দিনে বড় একা মালাইকা! আরবাজের বিয়ে সম্পন্ন, লন্ডনে অর্জুন, প্রেমিকার দুর্দিনেও পাশে নেই!]

বেশ কয়েক মাস আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তাঁর প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সঙ্গে পোস্টে লিখছিলেন, অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০০৪ সালে। ব্যস, এই পোস্ট দেখেই হইচই শুরু হয়েছিল। এবার স্পষ্ট হল, দেব ও সৃজিত দুজনে মিলে আসলে ‘টেক্কা’ দিতে চাইছেন, টলিপাড়ার অন্যান্য পরিচালকদের। আর তারই প্ল্যানিং শুরু।

[আরও পড়ুন: দ্বিতীয়বার বিয়ে করলেন আরবাজ খান, পরিবারে নতুন বউদিকে স্বাগত ‘চিরকুমার’ সলমনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement