Advertisement
Advertisement

Breaking News

Anupam Roy

‘সেই মানুষটা আর নেই…’, গান ধরলেন অনুপম, ক্যামেরায় সৃজিত, যিশুর পার্টি জমজমাট

টলিপাড়ার নতুন বছরের শুরু একেবারে জমজমাট।

Srijit Mukherji Shares New year party video with Anupam Roy| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 1, 2024 5:07 pm
  • Updated:January 1, 2024 5:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষের রাত। গোটা শহর, গোটা দেশ, গোটা দুনিয়া পার্টিতে মত্ত। বাদ পড়ল না টলিপাড়াও। টলিতারকারা একজোট হয়ে পার্টিতে গান গাইলেন, নাচলেন। ডিনার সারলেন একসঙ্গে। হ্যাঁ, ঠিক এরকমই চিত্র দেখা গেল অভিনেতা যিশু সেনগুপ্তর বাড়িতেও। যিশুর বাড়িতে বর্ষবরণের রাতে হাজির হলেন সৃজিত মুখোপাধ্যায়, অনুপম রায়, সদ্য বিবাহিত দর্শনা বণিক ও সৌরভ দাসের মতো তারকারা। আর সেই পার্টিতেই গিটার হাতে গান ধরলেন অনুপম। গাইলেন সৃজিতের ‘দশম অবতার’ ছবির ‘আমি সেই মানুষটা আর নেই…’। তবে শুধু গানই নয়, অনুপমের পরনেও ছিল এই গানের দু কলি লেখা টিশার্ট।

Advertisement

[আরও পড়ুন: রাতবিরেতে গাড়ির ভিতর প্রেমিকার সঙ্গে ধরা পড়লেন ইব্রাহিম! ক্যামেরা দেখেই মুখ লুকোলেন সইফপুত্র]

অনুপমের সঙ্গে ক্ল্যাপবক্সে সঙ্গত দিলেন যিশু। পাশে বসে যিশুর স্ত্রী নীলাঞ্জনা। অনুপম গাইলেন মন খুলে। আর এসব ক্যামেরাবন্দি করলেন সৃজিত।

সৃজিত তাঁর ফেসবুকে শেয়ার করলেন অনুপমের গানের ভিডিও। ক্যাপশনে লিখলেন, ‘সেই মানুষটা আর নেই’। সৃজিতের ভিডিও দেখে নেটপাড়া বলছে, জমে গিয়েছে যিশুর পার্টি। টলিপাড়ার নতুন বছরের শুরু একেবারে জমজমাট।

[আরও পড়ুন: হৃতিক-দীপিকার ‘ফাইটার’ কত ঘণ্টার সিনেমা জানেন? শুনলে অবাক হবেন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement