Advertisement
Advertisement

Breaking News

Srijit Mukherji

‘সে হেসে উঠলেই সূর্য লজ্জা পায়’, কার ছবি পোস্ট করে এ বাণী সৃজিতের?

যবে থেকে এসেছে, পরিচালকের মন জুড়ে রয়েছে।

Srijit Mukherji shared picture with this loving caption
Published by: Suparna Majumder
  • Posted:March 8, 2024 8:50 pm
  • Updated:March 8, 2024 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যবে থেকে এসেছে মন জুড়ে রয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) নয়নের মণি হয়ে গিয়েছে। তাকে নিয়েই যেন সারাক্ষণের ব্যস্ততা। তার হাসিতেই ডুবে থাকা। না না, মিথিলার কথা হচ্ছে না। সৃজিতের আশিয়ানা জুড়ে রয়েছে আরও একজন। কে সে? কিছুদিন আগেই তো ঘর আলো করে এল!

হ্যাঁ, ঠিকই ধরতে পারছেন। এ হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের আদরের উলুপী। সেই পাইথন, যাকে সুদূর আমাজনের জঙ্গল থেকে বাড়ি নিয়ে এসেছেন পরিচালক। শুক্রবার একদিকে যেমন নারী দিবস, অন্যদিকে শিবরাত্রি, এমন দিনেই উলুপীর মিষ্টি এক ছবি শেয়ার করলেন সৃজিত। আর ক্যাপশনে লিখলেন, ‘সে হেসে উঠলেই সূর্য লজ্জা পায়’।

Advertisement

Srijit-Mukherji-post

[আরও পড়ুন: ‘আমি এখনও BJP ছাড়িনি, তবে..’, একান্ত সাক্ষাৎকারে রাজনীতি প্রসঙ্গে পার্ণো]

বহুদিন ধরেই সৃজিত মুখোপাধ্যায় সাপ পোষার শখ ছিল। যেমনি ভাবা, তেমনি কাজ। সূত্রের খবর, বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্র সমেত উলুপীকে বাড়ি নিয়ে আসেন পরিচালক। প্রথমেই তার ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেননি। তবে নাম জানিয়ে লিখেছিলেন, “বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।”

Srijit-Mukherji-old-post

উলুপী কে? তা সৃজিতের এই পোস্টে লেখা ছিল না। তবে এমন খবর তো সবাই জেনেই যান। মহাভারতের সূত্র ধরেই নিজের প্রিয় পাইথনের নাম উলুপী রেখেছেন সৃজিত। নাগকন্যা ছিলেন উলুপী। অর্জুনের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।

[আরও পড়ুন: মাধবনের তাণ্ডবে জাগ্রত ‘শয়তান’, কীভাবে মোকাবিলা করলেন অজয়? পড়ুন রিভিউ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement