Advertisement
Advertisement

Breaking News

Dev

‘খাদান’ ছবির টিজার আগেভাগে দেখে ফেললেন সৃজিত! কেমন হল?

বৃহস্পতিবার প্রকাশ্যে আসছে 'খাদান' টিজার।

srijit mukherji review on Dev's khadaan Teaser
Published by: Akash Misra
  • Posted:August 28, 2024 7:49 pm
  • Updated:August 28, 2024 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোয় নয়, দেবের খাদান আসছে এবার শীতে। হ্যাঁ, ‘খাদান’ নিয়ে এমন কথা আগেই জানিয়ে দিয়েছিলেন দেব। শুধু তাই নয়, আর জি কর কাণ্ডে ‘খাদান’-এর ঝলকের মুক্তিও পিছিয়ে দিয়েছিলেন। আর বুধবার রীতিমতো ডঙ্কা বাজিয়ে দেব জানালেন, অপেক্ষার অবসান। তৈরি থাকুন নতুন বিশ্বকে দেখার জন্য। বৃহস্পতিবার প্রকাশ্যে আসছে ‘খাদান’ টিজার।

অনুরাগীরা ‘খাদান’-এর ঝলক বৃহস্পতিবার দেখতে পাবেন, কিন্তু আগেভাগে দেবের বড় চমকের সাক্ষী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। । বুধবারই দেবকে পাশে নিয়ে টিজার দেখে ফেললেন সৃজিত। সৃজিতের কথায়, ”আমি খাদান-এর মতো কর্মাশিয়াল টিজার, ট্রেলার বাংলাতে তো দেখিনি। আমার মনে হয় যদি বাংলা কর্মাশিয়াল ছবিতে চেঞ্জ আনতে হয়, আবার ফেরত আনতে হয়, তাহলে এই চেঞ্জ গুলো রয়েছে খাদান-এ। আমি তো এটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখব।”

Advertisement

‘খাদান’ ছবিতে এমনিতেই ডবল ধামাকা। টলিপাড়ার সূত্র বলছে, পরিচালক সঞ্জয় রিনো দত্তর নতুন এই ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে! অর্থাৎ ‘জওয়ান’ ছবিতে শাহরুখ একাই যেমন পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করেছিলেন, দেবও নাকি সেই পথেই হাঁটবেন। তবে ইন্ডাস্ট্রিতে এখবর রটে গেলেও, ‘খাদান’ টিম কিন্তু এ ব্যাপারে মুখে খোলেনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

সম্প্রতি চল্লিশ ছুঁয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতা দেব যেন আরও পরিণত হয়ে উঠছেন। বছর খানেক ধরেই বিভিন্নরকম ছকভাঙা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। কখনও কটাক্ষ, সমালোচনা সঙ্গী হয়েছে তো কখনও বা আবার প্রশংসা জুটেছে সিনে সমালোচক থেকে দর্শক-অনুরাগীদের তরফে। তবে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে যে রেকর্ড রয়েছে, তা জিৎ-প্রসেনজিতের কাছেও নেই। বাংলা সিনেমার ইতিহাসে ১০ কোটির ওপর কামাতে পেরেছে মাত্র যে ৩টি সিনেমা। তালিকার প্রথম দুটিই দেবের ছবি- ২০১৭ সালের ‘আমাজন অভিযান’ এবং ২০১৩ সালের ‘চাঁদের পাহাড়’।

কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ‘খাদান’ তৈরি করতে চলেছেন দেব। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। তবে খাদান নিয়ে এখনই বিশদে বলতে নারাজ ছবির টিম। সব উত্তরই নাকি পাওয়া যাবে ছবির টিজারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement