ছবি : ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারমেয় কিংবা বিড়াল নয়, পোষ্য একেবারে সাপ! তাও আবার পাইথন। একটা নয় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) বাড়িতে রয়েছে চার-চারটে সাপ। আর সেই পোষ্যরাই নাকি পরিচালকের বিষকন্যা। শুটিংয়ের সেট থেকে অন্দরমহলের বিছানা-সোফা, সর্বত্রই সৃজিতের সঙ্গী তাঁর এই বিষকন্যারা। এবার তাদের মধ্যেই সবথেকে ‘সিনিয়র পাইথন’-এর সঙ্গে পরিচয় করালেন পরিচালক।
বুধসন্ধ্যায় তাঁর পাইথন পরিবারের বড় সদস্যকে গলায় জড়িয়ে ছবি পোস্ট করেছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে ‘ইনি’ সেই ‘ফেমাস’ উলুপী নন! উলুপীর সঙ্গেই প্রথম অনুরাগীদের পরিচয় করিয়েছিলেন পরিচালক। এবার জানা গেল, সেই পাইথনের থেকেও পুরনো একজন রয়েছে তাঁর বাড়িতে। সৃজিত এবার সেই বিষকন্যাকে নিয়েই ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা আমার বড় নাগিনী।’ সেই ছবিতে দেখা গেল হলুদ টি শার্ট পরে গলায় পাইথন জড়িয়ে বসে রয়েছেন সৃজিত। তবে পরিচালকের এমন কাণ্ড দেখে অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা বেশ ভয় পেয়েছেন। কমেন্ট বক্সেই লিখলেন- ‘বাপ রে বাপ!’ বাকি অনুরাগীদেরও একই অবস্থা। কেউ কেউ আবার সৃজিতের সাহসের তারিফও করেছেন।
দিন কয়েক আগেই সত্যি বলে কিছু নেই সিনেমার রেইকি করতে গিয়ে নিয়ে গিয়েছিলেব তাঁর বল পাইথন পরিবারের একজনকে। সেই ছবিও সোশাল মিডিয়ায় পোস্ট করে সকলকে চমকে দেন তিনি। সৃজিত-পত্নী মিথিলাই এর আগে ফাঁস করেছিলেন যে, তাঁদের বাড়িতে একটি নয়, চারটে বল পাইথন রয়েছে। এই পোষ্যদের ব্যাপারে বেশ যত্নশীল সৃজিত মুখোপাধ্যায়। উপহার হিসেবে কখনও অ্যাকোরিয়ামের পাথর বা তাদের খাবার হিসেবে ইঁদুর দেন।
View this post on Instagram
সিনেমার পর্দায় পাইথন পোষার ঘটনা সাধারণ, কিন্তু তাই বলে বাস্তব জীবনে! সৃজিতের নাকি দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। সেই ইচ্ছেই পূরণ করেছেন পরিচালক। বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্র সমেত সব পাইথনকে বাড়িতে স্বাগত জানিয়েছেন তিনি। এবার একে একে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.