Advertisement
Advertisement

Breaking News

Srijit Mukherji

সৃজিতের গলায় সাপ! পরিচালকের ‘অতি উত্তম’ ছবি দেখে হইচই, ব্যাপারটা কী?

অনুরাগীরা সবাই জানেন সৃজিত বাড়িতে পাইথন পুষছেন।

Srijit Mukherji new photo with snake goes viral
Published by: Akash Misra
  • Posted:May 10, 2024 2:39 pm
  • Updated:May 10, 2024 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! শুক্রবার সকাল সকাল এমন এক ছবি পোস্ট করলেন সৃজিত, যা দেখে অনুরাগীরা একেবারে হতবাক। হঠাৎ এমন কাণ্ড কেন ঘটালেন পরিচালক?

 ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সৃজিত তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে, পরনে অতি উত্তম টি-শার্ট। আর গলায় দুধ সাদা রঙের সাপ! এরকমই এক ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, সত্যি বলে সত্যি কিছু নেই ছবির লোকেশন খুজতে এসেছি।  সঙ্গী পোষ্য অনন্ত।

Advertisement

[আরও পড়ুন: চোখে সানগ্লাস, মাথায় টোপর! শহরজুড়ে ঝড়-শিলাবৃষ্টির মাঝেই আদৃতের গায়ে হলুদ]

অনুরাগীরা সবাই জানেন সৃজিত বাড়িতে পাইথন পুষছেন। সাপকে যে তিনি ভয় না পেয়ে, পোষ্য বানিয়ে ফেলেছেন, তা আর নতুন নয়। এমনকী, সেই পাইথনের নাম আদুরে নাম রেখেছেন উলুপী। সোশাল মিডিয়ায় সেই উলুপির ছবি পোস্ট করে সৃজিত লিখেছিলেন, “বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।” এবার সৃজিতের গলার এই দুধসাদা সাপ যে, সৃজিতের নতুন বন্ধু তা কিন্তু বোঝাই গেল। তবে নেটিজেনদের একাংশ এই ছবি দেখে প্রশ্ন তুলেছেন, সৃজিতের গলার সাপ আসল তো!

[আরও পড়ুন: ফের মা হলেন পরীমণি! লক্ষ্মীবারে ঘরে এল ফুটফুটে সন্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement