Advertisement
Advertisement

Breaking News

Srijit Mukherji

বাড়িতেই বিশ্রামে সৃজিত মুখোপাধ্যায়, এখন কেমন আছেন পরিচালক?

ফেসবুকে পরিচালক সৃজিত জানিয়ে ছিলেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা।

Srijit Mukherji Health Update| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:August 22, 2023 2:58 pm
  • Updated:August 22, 2023 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবারই ফেসবুকে পোস্ট দিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় জানিয়ে ছিলেন ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা। তারপর থেকেই অনুরাগীদের মধ্য়ে শোরগোল। পরিচালকের শারীরিক অবস্থার খোঁজ নিতে ফেসবুকেই কমেন্টের ঝড়। তা এখন কেমন আছেন সৃজিত?

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আগের থেকে অনেকটা সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই বিশ্রামে রয়েছেন পরিচালক। এখনই পরিচালককে হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই।

Advertisement

[আরও পড়ুন: আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী, তারার নামকরণ হল অভিনেত্রীর নামে]

সৃজিত মুখোপাধ্যায় যে অসুস্থ সে জল্পনা ১৬ আগস্ট থেকেই ছিল। ফেসবুকে পরিচালক লেখেন, “অন্ধকার হয়ে যাচ্ছে, এতটাই অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছে না…”। সৃজিতের এই পোস্টেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কী হয়েছে? জানতে চান কমেন্টবক্সে। উত্তর শনিবার রাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেন পরিচালক। লেখেন, “জল রাস্তায় হয় ডেঙ্গু, আর কমে যায় তাই প্লেটলেট #Confirmed।”

সৃজিতের এই পোস্টের নিচেই অপর্ণা সেন লেখেন, “টেক কেয়ার রিজু! আমার ডেঙ্গু হয়েছিল আর জানি দুর্বল করে দেওয়ার মতো। আশা করি তুমি নার্সিং হোমে ভরতি হয়েছো।” জবাবে পরিচালক জানান, এখনও তিনি নার্সিংহোমে ভরতি হননি। রবিবার একবার রক্তের প্লেটলেটের পরিমাণ পরীক্ষা করে দেখা হবে। তার রেজাস্ট দেখে পরশুদিন সিদ্ধান্ত নেবেন। পরিচালককে খেয়াল রাখার পরামর্শও দেন অপর্ণা সেন।

“ডেঙ্গিকে লেঙ্গি মেরে সুস্থ হয়ে ওঠো!”, সৃজিতের আরোগ্য কামনা করে লিখেছেন সংগীত পরিচালক জয় সরকার। “খেয়াল রেখো, সব ঠিক হয়ে যাবে”, লেখেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ও ডেঙ্গু পরীক্ষা করিয়েছিলেন। সেকথা জানিয়ে লেখেন, “জলদি সুস্থ হয়ে ওঠো, আমার রিপোর্ট নেগেটিভ এলো আজকে!”

[আরও পড়ুন: রাজ-পরীমণির রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে ‘সুড়ঙ্গ’ খ্যাত নায়িকাও, ব্যাপার কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement