Advertisement
Advertisement

Breaking News

Srijit-Mimi

মিমির পাশে সৃজিত, ধর্ষণের হুমকির মোক্ষম জবাব পরিচালকের

'X' হ্যান্ডেলে কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট পোস্ট করেন মিমি।

Srijit Mukherji gave befitting reply on Mimi Chakraborty's harassment threat
Published by: Suparna Majumder
  • Posted:August 21, 2024 10:07 am
  • Updated:August 21, 2024 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: RG Kar কাণ্ডে বিচার চেয়ে সরব হয়েছিলেন। তাতেই কুরুচিকর মন্তব্যের শিকার মিমি চক্রবর্তী। সোশাল মিডিয়ার মাধ্যমে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে। তাতেই তীব্র প্রতিক্রিয়া দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। মিমির পোস্ট করা কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট ‘X’ হ্যান্ডেলে শেয়ার করে মোক্ষম জবাব দেন তিনি।

mimi_srijit-1

Advertisement

আর জি কর কাণ্ডের পর নির্যাতিতার বাড়িতে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্ত তা স্বীকার করেননি মৃতার পরিবার। সেই প্রসঙ্গ তুলে ধরে মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। লেখা হয়, “আজ এই কাণ্ড যদি মিমির সঙ্গে ঘটত তা হলে কী করত? মিমির পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়া হত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিলে আমি ওঁর পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে দেব।”

[আরও পড়ুন: তরুণী ডাক্তারের খুনের পরই উধাও আর জি করের PGT যুগল, দানা বাঁধছে রহস্য ]

“রেপটা মিমির সাথে হলে খুব ভালো হোতো”, এমন কথাও লেখা হয়। কলকাতা পুলিশের ডিসিপিকে ট্যাগ করে দুটি মন্তব্যের স্ক্রিনশট ‘X’ হ্যান্ডেলে পোস্ট করেন মিমি। লেখেন, “আমরা কী এই কারণেই লড়ছি? আমরা একজন মহিলার জন্য বিচার চাইছি তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন জলভাত করে ফেলেছে এরা। তারাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন, মেয়েদের পাশে রয়েছেন! এটা কোন ধরনের শিক্ষা?” মিমির পোস্ট করা স্ক্রিনশট নিজের ‘X’ হ্যান্ডেলে শেয়ার করে সৃজিত লিখেছেন, “তারকাদের ঘৃণা করুন কিন্তু ভেবেচিন্তে। জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।”

Srijit-X-post

গত কয়েকদিন ধরে RG Kar মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর বিচারের দাবিতে সরব পরিচালক। মঙ্গলবার রাতে তিনি ছিলেন কলেজস্ট্রিটে। রাস্তার উপরে লিখে দেন, “Justice Delayed Is Justice Denied.”

 

[আরও পড়ুন: উৎপলেন্দুর প্রয়াণের পরে শতরূপার ‘কালরাত্রি’র কবিতা, ‘রক্ত ঝরেছে ঢের…’ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement