Advertisement
Advertisement

Breaking News

Lawho Gouranger Naam Re

দোলে সৃজিতের বড় চমক! ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শুভশ্রী-পার্ণো, প্রকাশ্যে পোস্টারও

শুক্রবার গোটা টিমের সঙ্গে পোস্টার প্রকাশ্যে এনে চমক দিলেন সৃজিত।

Srijit Mukherji announces Lawho Gouranger Naam Re casting, poster out
Published by: Sandipta Bhanja
  • Posted:March 14, 2025 3:55 pm
  • Updated:March 14, 2025 3:56 pm  

শম্পালী মৌলিক: দোলযাত্রার পুণ্যতিথিতে আনুষ্ঠানিকভাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটির ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। নিঃসন্দেহে টলিপাড়ার ‘বিগ ফ্রাইডে নিউজ’। খুব শিগগিরি ছবির শুটিং শুরু হতে চলেছে। তার প্রাক্কালেই শুক্রবার গোটা টিমের সঙ্গে পোস্টার প্রকাশ্যে এনে চমক দিলেন সৃজিত।

দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে এই ছবিটি নিয়ে চর্চা চলছে। মাঝে মাঝেই অভিনেতা বদলের খবর প্রকাশ্যে এসেছে। কিছু অভিনেতা নির্বাচন চূড়ান্তও হয়েছে ইতিমধ্যে। ছবির প্রযোজনায় থাকছেন রানা সরকার ও এসভিএফ। দোল পূর্ণিমা উপলক্ষে শুক্রবার সম্পূর্ণ কাস্ট-এর আনুষ্ঠানিক ঘোষণা হল। চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। গত চার বছর ধরে বিভিন্ন অভিনেতার কথা শোনা গিয়েছিল। তবে এদিন শুক্রবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ‘চৈতন্যদেবে’র সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সৃজিত।
ব্রাত্য বসু গিরিশ ঘোষের ভূমিকায় থাকছেন আর বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় করার কথা আগেই জানিয়েছেন সৃজিত। বাকি কাস্টিংয়েও চমক! ইশা সাহাকে প্রথমবার দেখা যাবে সৃজিতের ছবিতে। শুক্রবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির আনুষ্ঠানিক ঘোষণায় হাজির ছিলেন তিনিও। সব থেকে তাৎপর্যপূর্ণ হল, ইন্দ্রনীল সেনগুপ্ত-ও থাকছেন এই ছবিতে। ‘অটোগ্রাফ’ এবং ‘মিশর রহস্য’-র পর ইন্দ্রনীল থাকবেন সৃজিতের এই ছবিতে। ইশা এবং ইন্দ্রনীল সেনগুপ্ত নানা কারণে খবরে এলেও, তাঁরা যে আদ্যন্ত পেশাদার, এই ছবির কাস্টিং থেকেই পরিষ্কার। ইশা থাকছেন পরিচালকের ভূমিকায় এবং ইন্দ্রনীলকে দেখা যাবে এক সুপারস্টারের চরিত্রে। যার স্ত্রীয়ের ভূমিকায় থাকছেন পার্ণো মিত্র।

Advertisement

শ্রীচৈতন্যের জীবনের একটা বড় অংশ থাকবে ছবি জুড়ে। এছাড়া চৈতন্যের অন্তর্ধান রহস্যেরও নানা দিকও উঠে আসবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। পুরোপুরি পিরিয়ড ড্রামা নয়। এই সিনেমার চিত্রনাট্য সাজানো তিন সময়কাল নিয়ে। নটি বিনোদিনী, শ্রীচৈতন্য মহাপ্রভু, গিরীশচন্দ্র ঘোষের মতো ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি একজন সুপারস্টার ও আরেকজন পরিচালকের মধ্যের সম্পর্কের কথাও উঠে আসবে। সিংহভাগ শুটিং হবে নবদ্বীপে। আর কলকাতা, পুরীতে শুটিংয়ের সম্ভাবনা রয়েছে। ২০২১ সালে প্রথম এই ছবির ঘোষণা হয়েছিল। অবশেষে শুক্রবার সিনেমার আনুষ্ঠানিক ঘোষণার পরই খুশি হাওয়া সৃজিতের অনুরাগীমহলে। উল্লেখ্য, সৃজিত-রানা সরকার জুটির চমকদার ইতিহাস রয়েছে। এর আগে ‘চতুষ্কোণ’, ‘জাতিস্মর’-এর মতো ছবি উপহার পেয়েছেন দর্শক। ফলে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি নিয়েও যে দর্শক মুখিয়ে রয়েছেন, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub