Advertisement
Advertisement

Breaking News

Jeet and Srijit

COVID-19: করোনা আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায় ও জিৎ গঙ্গোপাধ্যায়, রয়েছেন আইসোলেশনে

নিজেরাই জানালেন সোশ্যাল মিডিয়ায়।

Srijit Mukherji and Jeet Ganguly are Corona Positive | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 1, 2022 8:19 pm
  • Updated:January 20, 2022 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (Coronavirus)  বাড়বাড়ন্তে চিন্তিত টলিপাড়া। বছরের প্রথম দিনই কোভিড (COVID-19) পজিটিভ হওয়ার কথা জানালেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) এবং সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)।  নিজেরাই জানালেন সোশ্যাল মিডিয়ায়।   

 

Advertisement

এদিন প্রথমে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান জিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। এখনও পর্যন্ত আমার অল্প উপসর্গ রয়েছে। তেমন কিছু অসুবিধা হচ্ছে না। নিজেকে আইসোলেট করে রেখেছি। চিকিৎসকরা যা পরামর্শ দিয়েছেন তাই মেনে চলছে। আপনাদের মধ্যে কেউ যদি গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসে থাকেন দয়া করে নিজের করোনা পরীক্ষা করিয়ে নিন।”

[আরও পড়ুন: অবশেষে অভিভাবক পেল প্রদেশ কংগ্রেস, দীর্ঘদিন বাদে অধীরদের পর্যবেক্ষক নিয়োগ করল AICC]

জিৎ গঙ্গোপাধ্যায়ের পরই সোশ্যাল মিডিয়ায় সৃজিত মুখোপাধ্যায় লেখেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। নিজেকে আইসোলেট করে রেখেছি। গত ৭২ ঘণ্টায় আমার সংস্পর্শে যাঁরা এসেছে, দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করান।”

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার পার করেছে। কলকাতায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। এর মাঝে চিন্তা বাড়িয়েছে ওমিক্রনও (Omicron)। শনিবার বিকেলেরে স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, ইতিমধ্যে রাজ্যে ওমিক্রন সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫।  ৩১ ডিসেম্বর অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) বোন চিত্রাঙ্গদার করোনা আক্রান্তের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শতরূপা সান্যাল। কোভিডের কারণে চিত্রাঙ্গদার বিয়েও আপাতত স্থগিত রাখা হয়েছে। 

 

বলিউডের একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। এখনও আইসোলেশনে রয়েছেন অর্জুন কাপুর, নোরা ফতেহি।  করোনা আক্রান্ত হয়েছিলেন করিনা কাপুর, অমৃতা অরোরাও। শনিবার ম্রুণাল ঠাকুরের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে।

[আরও পড়ুন: COVID-19: সংক্রমণ ঠেকাতে ফের কড়া বিধিনিষেধের পথে হাঁটতে পারে রাজ্য! দাবি সূত্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement