সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল। আগের সিনেমার রেশ টেনে ঠিক সেরকমই একটা গল্প। প্লটের পরতে পরতে রহস্য-রোমাঞ্চ। রোমহর্ষক সব দৃশ্য। খুনের ধরনও সেই একইরকম। ২৫ বছর আগের বিভৎস স্মৃতি ফের তাজা হয়েছে। নেপথ্যে এক সিরিয়াল কিলার। শহরে সিরিয়াল হত্যাকাণ্ডের কিনারা করতে গিয়ে নাভিশ্বাস উঠেছে পুলিশদের। রক্ত-রহস্য-রোমাঞ্চ নিয়ে প্রকাশ্যে এল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’-এর ট্রেলার।
‘বাইশে শ্রাবণ’-এর স্পিন অফ প্রজেক্ট ‘দ্বিতীয় পুরুষ’। অতঃপর আগের ছবির হাত ধরেই সিক্যুয়েলে শুরু গল্পটা দেখতে পাবেন দর্শকরা। তবে এবারের খেলাটা যে আরও পোক্ত, তার আভাস মিলল ট্রেলারের ঝলকেই। চিত্রনাট্যের পরতে পরতে রহস্য-রোমাঞ্চ। ফের পর্দায় গোয়েন্দা পুলিশ আধিকারিকের অভিজিৎ পাঁকড়াশীর ভূমিকায় ধরা দেবেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং অমৃতার চরিত্রে রাইমা সেন। তবে এবার পুলিশ অফিসার পাঁকড়াশীর এক সাগরেদ জুটেছে। রজত, যিনি কিনা এই সিরিয়াল কিলার রহস্য কিনারায় পরমব্রতর ডান হাত। যে চরিত্রে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। তবে গল্পের মূল কাণ্ডারী খোকা, সেই সিরিয়াল কিলার, যে কিনা নড়িয়ে দিয়েছে শহরের নিরাপত্তা ব্যবস্থার ভীত। বছর খানেক পর সে ফিরেছে স্বমহিমায়। সেই সঙ্গে বছর পঁচিশ আগের মতোই একের পর এক লাশ পড়ছে শহরে। খোকার ভূমিকায় ট্রেলারেই চমক দিলেন অনির্বাণ ভট্টাচার্য। কম বয়সি খোকার চরিত্রে নজর কাড়লেন ঋতব্রত মুখোপাধ্যায়।
পুলিশ অফিসারের ভূমিকায় স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স রয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়র। সিক্যুয়েলে দেখা গেল অভিজিৎ-অমূতা সংসার বইতে শুরু করেছে ছকভাঙা খাতে। তাঁদের বিশেষ বন্ধুর ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। পুলিশ আধিকারিক অভিজিৎ কি পারবে সেই সিরিয়াল কিলারকে ধরতে? জানতে হলে অপেক্ষা করতে হবে জানুয়ারি অবধি।
‘বাইশে শ্রাবণ’-এর গল্প শেষ হলেও শুরুর গল্পটা এখনও বলা হয়নি পরিচালকের। সেখানেই আবির্ভাব ‘দ্বিতীয় পুরুষ’-এর। সৃজিতের কথায়, “যেখানে শুরুর কথা বলার আগেই শেষ।” আগের থেকেও পোক্ত প্লট, ডার্ক। ‘বাইশে শ্রাবণ’-এর থেকে ‘দ্বিতীয় পুরুষ’-এ কতটা রোমাঞ্চিত হবেন সিনেদর্শকরা, তার প্রমাণ মিলবে জানুয়ারিতেই। উল্লেখ্য, পরের বছর ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্ণ করবেন সৃজিত। আর সেলিব্রেশনের শুরুটা বোধহয় ‘দ্বিতীয় পুরুষ’ অ্যাডভেঞ্চার দিয়েই শুরু করতে চলেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.