Advertisement
Advertisement

Breaking News

দ্বিতীয় পুরুষ

সিক্যুয়েলে রহস্য আরও জটিল, ‘দ্বিতীয় পুরুষ’-এর টিজারেই চড়ল উন্মাদনার পারদ

অন্য অবতারে ধরা দিলেন অনির্বাণ ভট্টাচার্য। দেখুন টিজার।

Srijit Mukherjee’s upcoming thriller venture ‘Dwitiyo Purush’ teaser out
Published by: Sandipta Bhanja
  • Posted:December 14, 2019 3:07 pm
  • Updated:December 15, 2019 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ২০১১। প্রেক্ষাগৃহে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘বাইশে শ্রাবণ’ ঝড় তুলেছিল বক্স অফিসে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই থ্রিলারে মজেছিলেন আপামর বাঙালি। গত ২২শে শ্রাবণ-ই(৮ আগস্ট) সৃজিত ঘোষণা করেছিলেন সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’-এর কথা। বছর আটেক পর সেই পরিচালকের হাত ধরেই ফিরল সিক্যুয়েলের ঝলক। প্রকাশ্যে এল ‘দ্বিতীয় পুরুষ’-এর টিজার।

টলিউড ইন্ডাস্ট্রিতে বর্তমানে থ্রিলার ছবি ট্রেন্ডিং। তবে শুরুটা হয়েছিল সৃজিতের ‘অটোগ্রাফ’ দিয়ে। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি মানেই থ্রিলারের মোড়কে সম্পর্কের গল্প পরিবেশন। এবার ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ও আগের সিনেমার রেশ টেনে ঠিক সেরকমই একটা গল্প নিয়ে আসছে। তবে এবারের খেলাটা যে আরও পোক্ত, তার আভাস মিলল টিজারের ঝলকেই। চিত্রনাট্যের পরতে পরতে রহস্য-রোমাঞ্চ। যেহেতু ‘বাইশে শ্রাবণ’-এর স্পিন অফ প্রজেক্ট ‘দ্বিতীয় পুরুষ’। তাই আগের ছবির চরিত্রগুলিও ফিরছে সিক্যুয়েলের হাত ধরে। ফের পর্দায় ধরা দেবেন গোয়েন্দা পুলিশ আধিকারিক অভিজিৎ পাঁকড়াশীর ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং অমৃতার চরিত্রে রাইমা সেন। তবে সিক্যুয়েলের বড় চমক সৃজিতের অভিনব কাস্টিং। টিজার মুক্তির পাশাপাশি প্রকাশ্যে এল ছবির চরিত্রগুলির লুকও।

Advertisement

সৃজিত অবশ্য আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ ভূমিকায় বেশ কিছু নতুন চরিত্র দেখা যাবে। শনিবার সেই ধোঁয়াশাই পরিষ্কার হল। সিক্যুয়েলে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা গেল একেবারে অন্যরকম লুকে। খানিক অন্য স্টাইলে ছাঁটা চুল, পোশাক, মেকআপের কেরামতিতে এই অনির্বাণকে চেনা দায়!

‘দ্বিতীয় পুরুষ’-এর দ্বিতীয় চমক ঋতব্রত মুখোপাধ্যায়। এসভিএফের প্রযোজনায় মৈনাক ভৌমিকের ‘গোয়েন্দা জুনিয়র’, ‘জেনারেশন আমি’র পর এবার সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’-এর জন্য নিজের লুক একেবারে পালটে ফেলেছেন ঋতব্রত।

স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স থাকছে কমলেশ্বর মুখোপাধ্যায়, বাবুল সুপ্রিয়র। বিশেষ ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।

‘বাইশে শ্রাবণ’-এর গল্প শেষ হলেও শুরুর গল্পটা এখনও বলা হয়নি পরিচালকের। সেখানেই আবির্ভাব ‘দ্বিতীয় পুরুষ’-এর। সৃজিতের কথায়, “যেখানে শুরুর কথা বলার আগেই শেষ।” আগের থেকেও পোক্ত প্লট, ডার্ক। ‘বাইশে শ্রাবণ’-এর থেকে ‘দ্বিতীয় পুরুষ’-এ কতটা রোমাঞ্চিত হবেন সিনেদর্শকরা, তার প্রমাণ মিলবে জানুয়ারিতেই। উল্লেখ্য, পরের বছর ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্ণ করবেন সৃজিত মুখোপাধ্যায়। আর সেলিব্রেশনের শুরুটা বোধহয় ‘দ্বিতীয় পুরুষ’ দিয়েই শুরু করতে চলেছেন তিনি।

দেখুন টিজার।

[আরও পড়ুন: সর্বকালের সেরা মূর্খামি, CAB নিয়ে কেন্দ্রকে তোপ অসমের ভূমিপুত্র অভিনেতা আদিলের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement