Advertisement
Advertisement

Breaking News

Srijit Mukherjee

শিকাগোয় গিয়ে সাপ-গিরগিটি জড়িয়ে এ কী কাণ্ড সৃজিতের! উলুপীর ভাই-বোন আসছে?

সৃজিত মুখোপাধ্যায়ের দুঃসাহস দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের।

Srijit Mukherjee shares photo with reptiles from Chicago NABC

ছবি : ফেসবুক

Published by: Sandipta Bhanja
  • Posted:July 7, 2024 1:21 pm
  • Updated:July 7, 2024 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের সরীসৃপ প্রেমের কথা অজানা নয়। বাড়িতেও খান কয়েক বল পাইথন পোষেন। এবার আমেরিকায় বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়ে, যে কাণ্ড ঘটিয়ে বসলেন, তা দেখে চক্ষু চড়কগাছ অনুরাগীদের।

সারমেয় কিংবা বিড়াল নয়, পোষ্য একেবারে সাপ! তাও আবার পাইথন। একটা নয় সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) বাড়িতে রয়েছে চার-চারটে সাপ। আর সেই পোষ্যরাই নাকি পরিচালকের বিষকন্যা। শুটিংয়ের সেট থেকে অন্দরমহলের বিছানা-সোফা, সর্বত্রই সৃজিতের সঙ্গী তাঁর এই বিষকন্যারা। তাদের মধ্যে ‘সিনিয়র পাইথন’ উলুপী বেশ জনপ্রিয় পরিচালকের ভক্তমহলে। এবার সম্ভবত তার জন্যই ভাই-বোন আনছেন সৃজিত! তাও আবার সুদূর শিকাগো থেকে।

Advertisement

[আরও পড়ুন: টলি তারকাদের হোটেলে আগুন! ‘ফায়ার অ্যালার্ম বাজতেই…’ শিকাগো থেকে জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়]

বঙ্গ সম্মেলনের জন্য দিন কয়েক আগেই শিকাগোয় পৌঁছেছেন সৃজিত-সহ টলিউডের একঝাঁক তারকা। সেখানে অনুষ্ঠানে যোগ দেওয়ার মাঝেই পৌঁছে গেলেন শহরের এক ‘পেট শপে’। সেই দোকানে ঢুকেই কখনও পাইথন, কখনও গোসাপ কাঁধে নিয়ে আদর করতে দেখা গেল সৃজিত মুখোপাধ্যায়কে। নিজেই শেয়ার করলেন সেসব ছবি-ভিডিও। গলায় পাইথন জড়িয়ে দিব্যি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন পরিচালক। সৃজিত আবার তাঁকে ভালো মেয়ে, ঈশ্বরী বলেও ডাকলেন। পরিচালকের এই দুঃসাহস দেখে আঁতকে উঠলেন অনেকেই!

সৃজিত-পত্নী মিথিলাই এর আগে ফাঁস করেছিলেন যে, তাঁদের বাড়িতে একটি নয়, চারটে বল পাইথন রয়েছে। এই পোষ্যদের ব্যাপারে বেশ যত্নশীল সৃজিত মুখোপাধ্যায়। উপহার হিসেবে কখনও অ্যাকোরিয়ামের পাথর বা তাদের খাবার হিসেবে ইঁদুর দেন। সিনেমার পর্দায় পাইথন পোষার ঘটনা সাধারণ, কিন্তু তাই বলে বাস্তব জীবনে! সৃজিতের নাকি দীর্ঘদিনের শখ ছিল সাপ পোষার। সেই ইচ্ছেই পূরণ করেছেন পরিচালক। বন দপ্তর থেকে যাবতীয় অনুমতি নিয়ে এবং নথিপত্র সমেত সব পাইথনকে বাড়িতে স্বাগত জানিয়েছেন তিনি। এবার একে একে সকলের সঙ্গে পরিচয় করাচ্ছেন তিনি।

[আরও পড়ুন: সলমন আর ‘সিঙ্গল’ নন! অনন্ত আম্বানির সঙ্গীতেই দিলেন বড় প্রমাণ, ভাইজানের সঙ্গী কে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement