সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, এমাসের শেষেই ‘দশম অবতার’-এর গানের ঝাঁপি খুলবেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), অনুপম রায় (Anupam Roy) জুটি। প্রতিশ্রুতি রাখলেন। ৩০ সেপ্টেম্বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনেই ‘বাইশে শ্রাবণ’-এর কথা মনে করিয়ে নতুন গান ‘আমি সেই মানুষটা আর নেই’ প্রকাশ্যে আনলেন।
গানের মিউজিক ভিডিওতেই গল্পের আভাস মিলেছে। পরিস্থিতির শিকার হওয়া কোনও মানুষের অনুভূতি ক্ষয়, মানসিক বিপর্যয়, মানবতার মৃত্যু… ফুটে উঠেছে ‘আমি সেই মানুষটা আর নেই’ গানটিতে (Dawshom Awbotaar Song)। অনুপম রায়ের কণ্ঠে এই গান ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে। গানের কথা ও সুরও অনুপমেরই। মিউজিক ভিডিওতে প্রসেনজিৎ, যিশু এবং অনির্বাণের চরিত্রের ঝলক দেখা গেল। উল্লেখ্য, এযাবৎকাল যতবার সৃজিত-অনুপম জুটি বেঁধেছেন, ততবার সুপারহিট সব গান মন ছুঁয়ে গিয়েছে দর্শক-শ্রোতাদের। অনুপমের মন্তব্য, “এই গানটা আমার মনের খুব কাছের। আশা করি সকলের ভালো লাগবে।”
এই গান প্রকাশ্যে এনে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে জানানো হয়েছে, “আমরা সবাই যে মানুষটা ছিলাম কোনও একসময়, যে মানুষটা হতে চেয়েছিলাম একদিন, ধাক্কা খেতে খেতে সেই মানুষটা কোথায় হারিয়ে যায়! সেই বদলে যাওয়া, হেরে যাওয়া মানুষদের গল্প বলে ‘আমি সেই মানুষটা আর নেই’।” ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য এবং যিশু সেনগুপ্ত অভিনীত ‘দশম অবতার’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.