Advertisement
Advertisement
Srijato

এক বছর পরও পাননি বকেয়া টাকা, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পথে শ্রীজাত!

সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগরে দিয়েছেন কবি।

Srijato have not received dues, will take legal step against producer | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 6, 2022 2:18 pm
  • Updated:June 6, 2022 3:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বকেয়া টাকা মেটায়নি প্রযোজনা সংস্থা। সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগে সরব হয়েছিলেন শ্রীজাত (Srijato Bandopadhyay)। রাজপ্রতীম আর্ট ভেঞ্চার নামে এক সংস্থার বিরুদ্ধে এনেছিলেন প্রতারণার অভিযোগ। নিজের অভিযোগ নিয়ে এবার আইনের দ্বারস্থ হতে চলেছেন কবি।

srijato

Advertisement

শোনা গিয়েছে, রাজপ্রতীম আর্ট ভেঞ্চারের বিরুদ্ধে সোমবার থানায় অভিযোগ দায়ের করছেন শ্রীজাত। আইনজীবীর পরামর্শ মেনেই এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কী অভিযোগ শ্রীজাতর? 
বছর খানেক আগে অভিযুক্ত সংস্থার হয়ে চারটি হিন্দি গান লিখেছিলেন তিনি। তাঁর লেখা গানে সুর সাজিয়েছিলেন বিক্রম ঘোষ। আর তা গেয়েছিলেন, হরিহরণ, শান, কৌশিকী চক্রবর্তীর মতো শিল্পীরা। শ্রীজাতর অভিযোগ, কাজ শেষ করার প্রায় মাস চারেক পরে চারভাগের এক ভাগ টাকা তাঁকে দেওয়া হয়। বাকি টাকা এখনও পাওনা। 

Srijato-1

[আরও পড়ুন: কলকাতার দুর্গাপুজোয় কেকে’কে শ্রদ্ধা, থিমে ফুটে উঠবে নজরুল মঞ্চে গায়কের শেষ অনুষ্ঠান

এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীজাত। নিজের পোস্টে তিনি লেখেন, “পেশাদারি অসৌজন্য যখন ইচ্ছাকৃত অভব্যতায় পর্যবসিত হয়, তখন তাকে প্রকাশ্যে আনা ছাড়া উপায় থাকে না। প্রশ্নটা কেবল পাওনা পারিশ্রমিকের নয়, প্রাপ্য মর্যাদারও। রাজপ্রতীম আর্ট ভেঞ্চার নামক সংস্থাটি যেভাবে পরিকল্পনা মাফিক প্রতারণা করছে, তাতে এদের মুখোশ খুলে দেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এই ধরনের অন্যায় করার আগে দু’বার ভাবে। প্রতারিত আরও অনেকেই, দায়িত্বটা আমিই নিলাম। “

Srijato-post

শোনা গিয়েছে, এর আগে অরিন্দম শীল, বিক্রম ঘোষের মতো শিল্পীও এই সংস্থার দ্বারা প্রতারিত হয়েছেন। সেই কারণেই রাজপ্রতীম আর্ট ভেঞ্চারের বিরুদ্ধে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন শ্রীজাত। অন্যদিকে, রাজপ্রতীম আর্ট ভেঞ্চারের মুখপাত্র কৌশিক সেনগুপ্ত এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ব্যবসায়িক কারণে লেখকের টাকা আটকে রয়েছে। এক সপ্তাহের মধ্যেই শ্রীজাতর প্রাপ্য মিটিয়ে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। 

[আরও পড়ুন: ‘অপরাজিত’র বিরুদ্ধে প্লট ছিনতাইয়ের অভিযোগ, ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement