সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার মিষ্টি ‘পিহু’ অর্থাৎ সৃজলা গুহ (Srijla Guha) সোশ্যাল মিডিয়ায় হলেন বম্বশেল। হ্যাঁ, তবে এবার ছবি পোস্ট করে নয়। বরং নাচের ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় হইচই ফেলে দিলেন ‘মন ফাগুন’ ধারাবাহিকের অভিনেত্রী সৃজলা গুহ। আর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই কুংসিত আক্রমণ অভিনেত্রীকে।
View this post on Instagram
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি বেলি ডান্সের একটি ভিডিও পোস্ট করেছেন সৃজলা। আর সেখানেই একের পর এক নোংরা মন্তব্য করেন নেটিজেনরা। অনেকে তো অভিনেত্রীর শরীর নিয়েও কুরুচিকর কমেন্টও করেছেন।
View this post on Instagram
২০২২ সালের ২১ আগস্ট শেষ হয় ‘মন ফাগুন’। তবে দর্শকদের মনে এখনও সৃজলা ‘পিহু’ স্মৃতি রয়েছে গিয়েছে। অবশ্য সৃজলার চোখ এখন ভবিষ্যতের দিকেই। নিজের ওয়ার্কশপ করছেন, আবার সোশ্যাল মিডিয়ায় এমনই বিন্দাস ভিডিও আপলোড করছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.