Advertisement
Advertisement

Breaking News

Srijala Guha

‘ঝাকা নাকা দেহ দোলাও না!’ নাচের ভিডিও পোস্ট করতেই কুৎসিত আক্রমণ সৃজলাকে

নেটদুনিয়ায় হইচই ফেলে দিলেন 'মন ফাগুন' ধারাবাহিকের অভিনেত্রী।

Srijala Guha's dance video goes viral| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:September 4, 2023 7:34 pm
  • Updated:September 5, 2023 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার মিষ্টি ‘পিহু’ অর্থাৎ সৃজলা গুহ (Srijla Guha) সোশ্যাল মিডিয়ায় হলেন বম্বশেল। হ্যাঁ, তবে এবার ছবি পোস্ট করে নয়। বরং নাচের ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় হইচই ফেলে দিলেন ‘মন ফাগুন’ ধারাবাহিকের অভিনেত্রী সৃজলা গুহ। আর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই কুংসিত আক্রমণ অভিনেত্রীকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 💲®️❗🎷🛴🅰️ (@srijlaguha)

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি বেলি ডান্সের একটি ভিডিও পোস্ট করেছেন সৃজলা। আর সেখানেই একের পর এক নোংরা মন্তব্য করেন নেটিজেনরা। অনেকে তো অভিনেত্রীর শরীর নিয়েও কুরুচিকর কমেন্টও করেছেন।

[আরও পড়ুন: ‘আর যাবই না জন্মদিনের পার্টিতে’, আচমকা এমন ধনুকভাঙা পণ অঙ্কুশের, কিন্তু কেন?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 💲®️❗🎷🛴🅰️ (@srijlaguha)

২০২২ সালের ২১ আগস্ট শেষ হয় ‘মন ফাগুন’। তবে দর্শকদের মনে এখনও সৃজলা ‘পিহু’ স্মৃতি রয়েছে গিয়েছে। অবশ্য সৃজলার চোখ এখন ভবিষ্যতের দিকেই। নিজের ওয়ার্কশপ করছেন, আবার সোশ্যাল মিডিয়ায় এমনই বিন্দাস ভিডিও আপলোড করছেন।

[আরও পড়ুন: মায়ের প্রথম নায়কের সঙ্গে পোজ সারা-ইব্রাহিমের, কিন্তু নেটিজেনদের নজর অন্যদিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement