Advertisement
Advertisement

Breaking News

Sreemoyee Chattoraj

‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর

'কাঞ্চনের কত নম্বর বিয়ে...!', অভিনেত্রী আর কী বললেন?

Sreemoyee Chattoraj shares her registry marriage experience with Kanchan Mullick | Sangbad Pratidin

ছবি- ফেসবুক

Published by: Sandipta Bhanja
  • Posted:February 19, 2024 9:58 am
  • Updated:February 19, 2024 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সঙ্গে নাম জড়ানোর পর থেকেই একাধিকবার বিতর্কের শিরোনামে এসেছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। এবার পঞ্চাশোর্ধ্ব অভিনেতাকে বিয়ে করার পরও তার অন্যথা হয়নি! ফের ধেয়ে এসেছে ট্রোল-মিম। তবে শ্রীময়ী যে দমবার পাত্রী নন, রবিবার রাতেই সেটা বুঝিয়ে দিলেন। অভিনেত্রীর সাফ জবাব, “কাঞ্চনের কত নম্বর বিয়ে? তা নিয়ে মোটেই মাথা ঘামাচ্ছি না।”

শ্রীময়ীর কথায়, “এক দশকেরও বেশি সময় ধরে কাঞ্চনের সঙ্গে রয়েছি। আজীবন তো মাথার উপর মা-বাবা থাকবেন না, তাছাড়া আমারও একটা অবলম্বনের দরকার। আমার বিশ্বাস ও আমাকে ভালো সামলাবে।” হবু স্ত্রীকে না জানিয়েই আইনি বিয়ের সমস্ত পরিকল্পনা করেছেন কাঞ্চন মল্লিক। প্রেমদিবসে তারকা বিধায়কের থেকে এমন সারপ্রাইজ পেয়ে তো আনন্দে আত্মহারা শ্রীময়ী চট্টরাজ। ঘনিষ্ঠদের সাক্ষী রেখে প্রেমের দিনেই প্রেমিকাকে ‘ঘরনি’ করার অঙ্গীকারবদ্ধ হলেন অভিনেতা কাঞ্চন। কিন্তু চটজলদি কী করে হল কাঞ্চন-শ্রীময়ীর আইনি বিয়ে? সেই অভিজ্ঞতাই শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে করলেন কাঞ্চন-শ্রীময়ী, প্রেমদিবসে রেজিস্ট্রি, মার্চে ছাদনাতলায় তারকাজুটি]

‘কৃষ্ণকলি’ খ্যাত অভিনেত্রীর কথায়, সরস্বতী পুজোয় শুধু খাওয়া-দাওয়া হবে বলে জানিয়েছিলেন কাঞ্চন। তার আগে শ্রীময়ীর দিদির সঙ্গেও কথা বলতে চান তারকা বিধায়ক। তখনও নাকি কিচ্ছুটি টের পাননি অভিনেত্রী। তবে প্রেমদিবসে কাঞ্চনের বাড়িতে পা দিয়েই হতবাক শ্রীময়ী! বাড়িময় বেলুন, ফুল দিয়ে সাজানো। আর হবু স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগেভাগেই কিনে রেখেছিলেন, ফুলের তোড়া, মালাজোড়া, হিরের আংটি এবং লাল শাড়ি। প্রিয় মানুষের তরফে এমন সারপ্রাইজ পেয়ে আবেগপ্রবণ হয়ে যান শ্রীময়ী চট্টরাজ। শেষপাতে অভিনেত্রী জানালেন, তারকা বিধায়ক নাকি হাঁটু মুড়ে বসে গোলাপ হাতে সেদিনই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ব্যস, তার পরই মধুরেণ সমাপয়েৎ! বাকি অনুষ্ঠান আগামী ৬ মার্চ।

[আরও পড়ুন: বাবা হচ্ছেন, স্ত্রীকে আদরে ভরা ছবি পোস্ট করে সুখবর দিলেন বরুণ ধাওয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement