সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্য়াল মিডিয়ায় দারুণ অ্য়াক্টিভ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। নানা সময়েই নাানরকম ছবি পোস্ট করতে থাকেন। তবে সম্প্রতি ইনস্টাগ্রামে এমন কিছু ছবি পোস্ট করলেন শ্রীময়ী, যা দেখে হইচই নেটপাড়ায়। নেটিজেনরা তো ছবি দেখে বলেই দিলেন, ‘কাঞ্চনদা দেখেছেন!’
শ্রীময়ী ইনস্টাগ্রামে যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা গিয়েছে, রামধনু রঙের বিকিনি পরে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। এই ছবি পোস্ট করে শ্রীময়ী লিখলেন, ”ঘুরতে যাওয়াই আনন্দ, গন্তব্য়ে পৌঁছে গেলে নয়।”
View this post on Instagram
ছবি দেখে বোঝা যাচ্ছে, শ্রীময়ী রয়েছেন থাইল্যান্ডে। ফুকেতের এক সমুদ্র সৈকত থেকেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এই ছবি দেখে নেটিজেনরা কমেন্ট বক্সে লিখেছেন, কাঞ্চনদা দেখেছেন! অনেকে লিখেছেন, আপনাকে দারুণ হট লাগছে। আবার কেউ কেউ লিখলেন, টলিপাড়া পুরো গরম।
অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে ‘রাধারানি’ নামে নেগেটিভ চরিত্রে দারুণ জনপ্রিয় শ্রীময়ী। তবে সম্প্রতি অভিনেতা- বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) সঙ্গে নাম জড়িয়ে প্রেম বিতর্কে ঢুকে পড়েন তিনি। তারপর থেকেই নানা সময়ে শ্রীময়ীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা। তবে এই বিতর্ককে শুধুমাত্র গুঞ্জন বলেই উড়িয়েছেন শ্রীময়ী। অন্যদিকে, কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় শ্রীময়ী ও কাঞ্চনের এই মেলামেশাকে মোটেই ভাল চোখে দেখেননি। শ্রীময়ীর গায়ে লেগেছে কাঞ্চনের সঙ্গে পরকীয়ার দাগ!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.