ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা কাঞ্চন মল্লিককে বিয়ে করার পর থেকেই ধারাবাহিক ভাবে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়ে চলেছেন শ্রীময়ী চট্টরাজ। এবার আরও একবার কটাক্ষ ধেয়ে এল অভিনেত্রীর দিকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে অভিনেত্রী-নৃতশিল্পী মমতা শঙ্করের সঙ্গে ছবি তোলেন শ্রীময়ী। সেই ছবি সোশাল মিডিয়া পেজে শেয়ার করার পরই নেটিজেনদের একাংশ মমতা শঙ্করকে কটাক্ষ করেন। অভিনেত্রী কীভাবে শ্রীময়ীর সঙ্গে ছবি তুলেছেন সেই প্রশ্ন তোলেন অনেকেই। এরপরই গোটা ঘটনার প্রতিবাদে সরব হন শ্রীময়ী। সোশাল মিডিয়ায় এক ভিডিওবার্তায় ক্ষোভে ফেটে পড়েন অভিনেত্রী।
এক নেট নাগরিকের নাম করে শ্রীময়ী তাঁর ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আপনি যদি এতই রুচিশীল হন তাহলে এত রুচিবোধ নিয়ে, রুচিশীল হয়েও হঠাৎ আমার প্রোফাইলে ঢুকে আমার ছবিগুলো দেখছেন আবার মন্তব্যও করছেন! আমি বুঝতে পারলাম না। আমার তো মনে হচ্ছে আপনি যমেরও অরুচি।’ পাশাপাশি অভিনেত্রীর সপাট জবাব, ‘আপনার কোনও অধিকার নেই, আমার প্রোফাইলে মন্তব্য করার। নিজের প্রোফাইল লক করে রেখেছেন, আপনার পিছনে বিশাল ভয়। সাহস থাকলে সামনে এসে কথা বলুন।’
এরপর অপর এক নেট নাগরিক কাঞ্চনের প্রথম স্ত্রী ও সন্তানের থেকে কাঞ্চনকে আলাদা করার জন্য শ্রীময়ীকে কটাক্ষ করেন। এই মন্তব্য দেখে কার্যত রাগে ফেটে পড়েছেন অভিনেত্রী। তাঁর সাফ জবাব ‘আপনি কি জানেন কে কার থেকে কাকে ছাড়িয়ে এনেছেন? আপনি বোধহয় বিয়ে করে ভাল করে সুখে নেই! আপনি নিজের চরকায় তেল দিন।’ সবশেষে অভিনেত্রী যোগ করেছেন, ‘আমাদের প্রোফাইলটা পাবলিক প্রোফাইল বলে যা খুশি লিখব, তাও আবার তাঁর প্রাইভেট প্রোফাইলে ঢুকে, এটা একেবারেই কাম্য নয়… নোংরামোগুলো না করে, ভালো কিছু করুন। নিজেকে সময় দিন, কে কী করল, তাঁর সংসারে কান না পেতে হাঁড়ির খবর না নিয়ে, নিজেকে একটু আপগ্রেটেড করুন।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.