Advertisement
Advertisement

Breaking News

Sreelekha Mitra

নটী বিনোদিনী কি রোগা ছিলেন? নতুন ছবির লুক দেখে রুক্মিণীকে খোঁচা শ্রীলেখার

আর কী বললেন শ্রীলেখা?

Sreelekha post on Rukmini Maitra's new look | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 13, 2023 8:00 pm
  • Updated:February 13, 2023 8:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ায় ঠোঁটকাটা নায়িকা নামেই জনপ্রিয় তিনি। মনে যা আসে, তাই মুখে। কাউকে কোনও তোয়াক্কা না করে স্পষ্ট বক্তব্য রাখেন। এ ব্যাপারে কখনও মজা করেন, কখনও খুব সিরিয়াস! তবে এবার টুক করে রুক্মিণী মৈত্রকে কটাক্ষ করে বসলেন শ্রীলেখা! কেন?

ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সোমবার প্রকাশ্যে এসেছে নটী বিনোদিনী ছবিতে রুক্মিণী মৈত্রর লুক। রুক্মিণীর অনুরাগীরা এই রূপের প্রশংসা করলেও, বিনোদিনী অবতারে রুক্মিণীকে দেখে প্রশ্ন তুলেছেন শ্রীলেখা। ফেসবুকে শ্রীলেখা লিখলেন, ‘রোগা ছিলেন কি বিনোদিনী? ‘সাধারণ জ্ঞান বাড়াতে একটা সহজ প্রশ্ন। এমনিতে শত্রুর অভাব নেই, কিছু মনে করবেন না প্লিজ।’ অবশ্য়ই এমনটি লিখলেও, শ্রীলেখা কিন্তু একটিবারও রুক্মিণীর নাম করেননি। তবে তাঁর ইঙ্গিত ছিল রুক্মিণীর দিকে তা কিন্তু স্পষ্ট।

Advertisement

[আরও পড়ুন: ‘পাঠানে’ ছিলেন সলমন, ‘জওয়ান’ ছবিতে আল্লু অর্জুন, ছবি হিট করাতে শাহরুখের নতুন ফন্দি!]

গত বছর প্রকাশ্যে এসেছিল ফার্স্টলুক। নটী বিনোদিনী হিসেবে শ্রীচৈতন্য অবতারের লুকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার নতুন ছবি এল প্রকাশ্যে। আর তাতেই বিনোদিনী দাসীর মেজাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

রুক্মিণীর কথায়, “নিজের টিমের উপর সম্পূর্ণ আস্থা ছিল। আর সত্যিই ওরা যেন জাদু করেছে। এই লুকটা তৈরি করতে চার ঘণ্টা লেগেছে।” পরে ফেসবুকে ছবিটি পোস্ট করে রুক্মিণী জানান, অভিনেত্রী হিসেবে এটিই তাঁর সবচেয়ে কঠিন কাজ।

[আরও পড়ুন: ১০০ কোটি ক্ষতিপূরণের দাবি, অভিনেত্রী চাহাত খান্নাকে মানহানির নোটিস ‘ঠগবাজ’ সুকেশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement