Advertisement
Advertisement
Sreelekha Mitra

‘স্বপ্ন দেখলাম, আমাকে ভরতনাট্যম শেখাচ্ছেন মুখ্যমন্ত্রী’, পোস্ট শ্রীলেখার

আর কী লিখলেন অভিনেত্রী?

Sreelekha Mitra's Post about her last night dream goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 29, 2021 1:51 pm
  • Updated:December 29, 2021 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। কখনও কী করছেন, সবই ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে ছড়িয়ে দেন অনুরাগীদের মধ্যে। ভক্তদের সঙ্গে জুড়ে থাকার জন্যই শ্রীলেখার হাতিয়ার সোশ্যাল মিডিয়া। অনুরাগীরাও খুব সহজেই পছন্দের অভিনেত্রীর কাছে পৌঁছতে পেরে আপ্লুত। তাই তো প্রকাশ্যেই শ্রীলেখার প্রশংসায় মেতে ওঠেন তাঁরা। ইউরোপ যাত্রা হোক কিংবা নতুন পোশাকে ফ্যাশন শুট, সবই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। তবে শুধুই এসব নয়, বাবাকে চিরদিনের মতো হারিয়ে শ্রীলেখা যখন অবসাদে ভুগছিলেন, তখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন নেটিজেনরা।

তবে এবারের খবর একেবারেই অন্যরকম। বুধবার সকাল সকালই ফেসবুকে শ্রীলেখা লিখলেন এক স্বপ্নের কথা। যে স্বপ্ন দেখে রীতিমতো হতবাক অভিনেত্রী স্বয়ং। হঠাৎ কেন এই স্বপ্ন দেখলেন তিনি, তা জানতে নেটিজেনদের কাছে প্রশ্নও করেছেন তিনি। শুধু তাই নয়, এই স্বপ্নের নেপথ্যে কোনও ফ্রয়েডিয়ান মনস্তত্ব  রয়েছে কিনা তা জানার আগ্রহ প্রকাশ করেছেন অভিনেত্রী।

Advertisement

Sreelekha Mitra gave befitting reply on trolls

ঠিক কী স্বপ্ন দেখলেন শ্রীলেখা? ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘মানুষ তাঁদের পছন্দের হিরো, হিরোইনদের স্বপ্ন দেখে, কাল সারারাত আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখলাম…উনি আমায় ভরতনাট্যম শেখাচ্ছেন, ফ্রয়েডের থিয়োরির কী ব্যাখা হতে পারে? কেউ জানেন?’

[আরও পড়ুন: দুর্ঘটনার কবলে ‘বচপন কা প্যায়ার’ খ্যাত কিশোর, মাথায় চোট নিয়ে ভরতি হাসপাতালে ]

 

শ্রীলেখার এই পোস্টের পরে একের পর এক মন্তব্য করেই চলেছেন নেটিজেনরা। শ্রীলেখার করা প্রশ্নের নানা উত্তর দিতেও চেষ্টা করছেন তাঁরা।

নিজের জীবনের নানা মূহূর্ত সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শ্রীলেখা। কয়েকমাস আগেই যখন বিদেশ সফরে গিয়েছিলেন, তখনও নানা ছবি ও ভিডিও আপলোড করেছিলেন। প্রথমে সুইজারল্যান্ডে ছিলেন অভিনেত্রী। তারপর যোগ দেন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে দেখানো হয় ‘ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা’ (Once Upon A Time in Kolkata)। ফিল্ম সমালোচকদের কাছ থেকে ভূয়সী প্রশংসা পান শ্রীলেখা। তবে অনুরাগীরা কিন্তু শ্রীলেখার অভিনয় দেখার পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় তাঁর নানাধরনের পোস্ট দেখার জন্য় অধীর আগ্রহে বসে থাকেন, তা বোঝা যায় শ্রীলেখার ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বক্স দেখে।

[আরও পড়ুন: বক্স অফিসে ধুঁকছে ৮৩ ছবির ব্যবসা, বকেয়া পারিশ্রমিক নিতে নারাজ রণবীর সিং!]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement