সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাক্স-প্যাঁটরা গুছিয়ে টুক করেই ঘুরতে বেড়িয়ে পড়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। হ্যাঁ, একা একাই! আর সোলো ট্রিপে বেরিয়ে একের পর এক নতুন অভিজ্ঞতার মুখে পড়ছেন অভিনেত্রী। কুয়াশা মাখা পাহাড়ের মাঝে কাচ ঘেরা হোটেলের ডোম্ব রুমে ঘুম ভাঙছে তাঁর। পর্দা সরালেই পাহাড়ি সৌন্দর্য দেখে শহুরে ব্য়স্ততাকে দূর ছাই করছেন। তবে বাড়ির পোষ্যগুলোকে মিসও করছেন।
ঠিক এই সময়ই শ্রীলেখার হঠাৎ ইচ্ছে, ঝরনায় স্নান করবেন। যেমন ভাবা, তেমনি কাজ। সুযোগ পেয়েই ঝরনায় ছুট। ঠান্ডা, ঠান্ডা জলে প্রায় কাঁপতেই কাঁপতেই স্নান সারলেন শ্রীলেখা।
সোশাল মিডিয়ায় ঝরনায় স্নান করার ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সাদা পোশাকে দেখা গিয়েছে তাঁকে। নেটিজেনরা অনেকেই শ্রীলেখা এই স্নানের ভিডিও দেখে মন্দাকিনীর সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। তবে শ্রীলেখা কিন্তু স্পষ্ট লিখেছেন, ”মন্দাকিনী না শ্রীলেখা, এখানে উঠতে গিয়ে আমার পা খুলে হাতে এসেছিল। কিন্তু শেষমেশ উফ…”
মুক্তি পেয়েছে শ্রীলেখা অভিনীত হিন্দি সিরিজ ‘কালা’। অবিনাশ তিওয়ারির মায়ের চরিত্রে থাকছেন তিনি। অজিঙ্কা দেওয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে অভিনেত্রীকে। ভবিষ্যতে মুম্বইতে কাজের পরিকল্পনা প্রসঙ্গে শ্রীলেখা বলছেন, “আমি আসলে শুরুটা করতে চেয়েছিলাম। দ্বাদশ শ্রেণীর পরই কলকাতায় পড়াশোনার পাট চুকিয়ে বাইরে চলে যাবে মেয়ে।” তাই নতুন করে বলিউডে ইনিংস শুরু করতে চাইছেন শ্রীলেখা মিত্র। তবে পাকাপাকিভাবে মুম্বইতে থাকতে নারাজ অভিনেত্রী। কারণ বাড়িতে তাঁর অনেক পোষ্য রয়েছে। তবে ভাল চিত্রনাট্য, উপযুক্ত পারিশ্রমিক পেলে পরবর্তীতে আবারও বলিউডে কাজ করতে চান শ্রীলেখা। অভিনেত্রীর সংযোজন, “প্রাপ্য সম্মানটাও এই তালিকায় যোগ হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.