Advertisement
Advertisement

Breaking News

Sreelekha Mitra

‘দিওয়ালিতে কুকুরের লেজে বাজি ফাটালে ছেড়ে কথা বলব না’, হুঁশিয়ারি শ্রীলেখার

শব্দবাজির দাপট নিয়ে চিন্তায় অভিনেত্রী।

Sreelekha Mitra won't tolerate any kind of cruelty on animals during Diwali 2022 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 23, 2022 9:24 am
  • Updated:October 23, 2022 9:24 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজো (Kali Puja 2022) হোক বা দিওয়ালি (Diwali) চারপেয়েদের রেহাই নেই। কেউ কানের কাছে চকোলেট বোমা ফাটিয়ে মজা পায়, আবার কেউ হয়তো লেজে কালিপটকা বেঁধে দেয়। এমন কাজ এবার করলে আর সেই খবর তাঁর কানে পৌঁছালে ছেড়ে কথা বলবেন না। ফেসবুকে হুঁশিয়ার করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Mitra)।

Sreelekha Mitra

Advertisement

শনিবার টেট আন্দোলনকারীদের সমর্থনে নাগরিক মিছিলে হেঁটেছিলেন শ্রীলেখা। মিছিলের শেষে বক্তব্যও রাখেন। রাতের দিকে ফেসবুকে শব্দবাজি নিয়ে চিন্তা জাহির করেন অভিনেত্রী-পরিচালক। ফেসবুকে তিনি লেখেন, “এর মধ্যেই শব্দবাজির আওয়াজ পাওয়া যাচ্ছে। বয়স্ক মানুষদের এবং কুকুর-বিড়ালদের কথা ভেবে উৎসবের রাজ্যে একটু নাহয় উৎসব কম হোক। মানুষের তুলনায় ওরা অনেক বেশি শোনে। সবাই বেঁচে থাকুক। গতবারের মতো এবার যদি শোনা যায় কুকুরের লেজে বাজি ফাটানো হয়েছে তাহলে তাঁর খবর আছে। সাবধান করলাম।”

Sreelekha FB Post

[আরও পড়ুন: লন্ডনে জমে উঠেছে পরমব্রত-ইশার প্রেম, দেখুন ‘ঘরে ফেরার গান’ ছবির টিজার

চারপেয়েদের নিজের সন্তানতুল্য মনে করেন শ্রীলেখা। তাঁদের উপরে কোনও অত্যাচার তিনি বরদাস্ত করবেন না, এমন কথা কালীপুজো ও দিওয়ালির আগেই জানিয়ে রাখলেন। বয়স্কদের নিয়েও জাহির করলেন চিন্তা। এদিকে কালীপুজোও দীপাবলির মতো আলোর উৎসবে কোনওরকমের অপরাধ যাতে না ঘটে সেজন‌্য সব রকমের প্রস্তুতি নিয়ে রাখছে কলকাতা পুলিশ। শব্দবাজি বা পরিবেশ দূষণকারী বাজি বিক্রি বা কেনার উপরেও থাকবে কড়া নজর।

এবার বাজির ব্যবহার নিয়ে হাই কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে পুলিশকে। সেই কারণেই বাড়তি লক্ষ্য নিয়ে উৎসবের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। জানা গিয়েছে, গত দু’দিনে সাড়ে সাত হাজার কিলো নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। উৎসবের দিনে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে শহরকে রাখতে সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন রাখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

[আরও পড়ুন: গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ‘টনিক’ ও ‘মহানন্দা’, আপ্লুত দেব-অরিন্দম শীল

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement