সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, কথা রাখছেন। রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাভসরের সঙ্গে কফি ডেটে যাচ্ছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বুধবার শশাঙ্কের সঙ্গে দেখা করবেন তিনি। অথচ কী পোশাক পরবেন, আর কোথায়ই বা যাবেন, তা কিছুতেই ঠিক করে উঠতে পারছিলেন না। তাই ফেসবুকের বন্ধুদের মতামত জানতে চেয়েছিলেন।
শ্রীলেখার এই পোস্টে প্রচুর কমেন্ট পড়েছে। অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য তাঁকে শাড়ি পরার পরামর্শ দিয়ে লিখেছেন, “শাড়িতেই তোমায় বেস্ট লাগে। আর বাঙালির ডেট মানে শাড়ি মাস্ট।” তাতে অভিনেত্রীর প্রতিক্রিয়া, “বেশ তবে তাই হোক।”
সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। প্রতিদিন অনুরাগীদের একটি করে প্রশ্নের উত্তর দেবেন বলে ঠিক করেছিলেন অভিনেত্রী। তাতেই এক অনুরাগী তাঁর প্রতি ভালবাসা প্রকাশ করেন। তাতে শ্রীলেখা জানিয়েছিলেন, যদি তাঁকে সত্যিই কেউ ভালবাসেন তাহলে কোনও পথকুকুরকে দত্তক নিতে হবে। তাহলে তিনি কফি ডেটে যাবেন। কয়েক ঘণ্টার মধ্যেই শর্ত পূরণ হয়ে যায়। শশাঙ্কের ছবি পোস্ট করে শ্রীলেখা জানিয়ে দেন রেড ভলান্টিয়ার শশাঙ্কের সঙ্গেই ডেটে যাচ্ছেন তিনি।
View this post on Instagram
ফেসবুক প্রোফাইল সূত্রে যেটুকু জানা যাচ্ছে, তাতে আড়িয়াদহের বাসিন্দা শশাঙ্ক (Shasanka Bhavsar)। রামকৃষ্ণ মিশনে তাঁর পড়াশোনা। অভিনেত্রীর সঙ্গে ডেটে যাওয়ার সুযোগ পেয়ে আপ্লুত তিনি। তাছাড়া শশাঙ্ক নিজেও পশুপ্রেমী। পথকুকুরের দেখাশোনার দায়িত্ব নিতে পেরেও খুশি তিনি। খুশি শ্রীলেখা মিত্রও। শুধু অনুরাগীর সঙ্গে কফি ডেটে যাওয়া তাঁর উদ্দেশ্য নয়, এই পদক্ষেপের মাধ্যমে যেন পশুদের রক্ষার তাগিদও অনুভব করালেন অভিনেত্রী।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.