Advertisement
Advertisement

Breaking News

Sreelekha Mitra

মদন মিত্রর সঙ্গে দোল সেলিব্রেশন শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীর, তীব্র কটাক্ষ শ্রীলেখার

টেনে আনলেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষীর প্রসঙ্গ।

Sreelekha Mitra slams TMC Candidate Madan Mitra and BJP Candidates Tanusree Chakraborty, Srabanti Chatterjee, Srabanti Chatterjee Dol celebration | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 29, 2021 3:01 pm
  • Updated:March 29, 2021 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বিজেমূলের হোলি / দোল চলছে বাংলার ক্রাশের সাথে, ভালই চালিয়ে যান আপনারা।” কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর (TMC Candidate Madan Mitra) সঙ্গে বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty), পায়েল সরকার (Paayel Sarkar) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) দোল অনুষ্ঠানের ছবি ফেসবুকে শেয়ার করে একথাই লিখলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)।

Sreelekha Mitra slams TMC Candidate Madan Mitra and BJP Candidates Tanusree Chakraborty, Srabanti Chatterjee, Srabanti Chatterjee Dol celebration

Advertisement

ভোটের আবহে বামেদের হয়ে বিভিন্ন মঞ্চে সরব হয়েছেন শ্রীলেখা। নিজেকে বাম সমর্থক বলতেই পছন্দ করেন তিনি। তাই কখনও নন্দীগ্রামে সিপিএম প্রার্থী (CPM Candidate) মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে প্রচার করতে চলে যাচ্ছেন, আবার কখনও নিউটাউনে সপ্তর্ষি দেবের সঙ্গে প্রচার করছেন। এরই মাঝে বিজেপির তারকা প্রার্থী (BJP Candidate) ও তৃণমূলের ‘প্রভাবশালি’ মদন মিত্রর একসঙ্গে দোল উৎসবে যোগ দেওয়া নিয়ে কটাক্ষ করেন অভিনেত্রী। এনিয়ে আরও একটি পোস্ট করেছেন তিনি। যেখানে একদিকে নিজের উপর হওয়া হামলার প্রতিবাদে মীনাক্ষীকে (Minakshi Mukherjee) অবস্থান বিক্ষোভ করতে দেখা যাচ্ছে, অন্যদিকে মদন মিত্রর সঙ্গে শ্রাবন্তী, তনুশ্রী, পায়েলদের ছবি তুলতে দেখা যাচ্ছে। এই পোস্টের ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, “সম্পূর্ণ চালচিত্র।”

Sreelekha Mitra slams TMC Candidate Madan Mitra and BJP Candidates Tanusree Chakraborty, Srabanti Chatterjee, Srabanti Chatterjee Dol celebration

[আরও পড়ুন: মদ্যপ নাকি? বাবা ইরফানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার নিতে গিয়ে প্রশ্নের মুখে বাবিল]

রবিবার একটি বেসরকারি চ্যানেলের দোল অনুষ্ঠানে মদন মিত্র, শ্রাবন্তী, পায়েল এবং তনুশ্রীকে দেখা গিয়েছিল। সেই ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের সৃষ্টি হয়। যদিও তনুশ্রী-পায়েলদের কথায়, অনুষ্ঠানটি শুধুমাত্র রঙের উৎসব ছিল। তাতে কোনও রাজনৈতিক রং ছিল না। পরে পায়েল সরকার আবার ভিডিও পোস্ট করেন। 

কিন্তু এরই মধ্যে আবার বিজেপি সমর্থক অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর (Rupanjana Mitra) নামের একটি প্রোফাইল থেকে এই ছবি শেয়ার করে তারকা প্রার্থীদের একহাত নেওয়া হয়েছে। যেখানে ব্যঙ্গ লেখা হয়েছে, “সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। বাকরুদ্ধ এই ছবি দেখার পর। স্লো ক্ল্যাপস!!” যদিও এই প্রোফাইলটি রূপাঞ্জনার ভেরিফায়েড প্রোফাইল নয়।

Sreelekha Mitra slams TMC Candidate Madan Mitra and BJP Candidates Tanusree Chakraborty, Srabanti Chatterjee, Srabanti Chatterjee Dol celebration

[আরও পড়ুন: ভোটের উত্তাপের মধ্যেই মিঠুনের সঙ্গে জুটি বাঁধার কথা ঘোষণা দেবের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement