সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বেশিরভাগ তারকা যখন কৃষক বিক্ষোভ নিয়ে আন্তর্জাতিক তারকাদের মন্তব্যের তীব্র বিরোধিতা করছেন, এমন সময় উলটো পথে হাঁটলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। মার্কিন পপ তারকা রিহানার (Rihanna) পোস্ট শেয়ার করে কৃষক আন্দোলনকে সমর্থন করলেন তিনি। পাশাপাশি দিল্লির বিক্ষোভের আরও কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “জাগ উঠো ইনসান”। ‘আই স্ট্যান্ড উইথ ফার্মার্স’ (I Stand With Farmers), ‘স্ট্যান্ড উইথ ফার্মাস চ্যালেঞ্জ’ এবং ‘মাই রিলিজিয়ন লাভ’-এর মতো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন টলিউড তারকা।
মঙ্গলবার একটি খবর শেয়ার করে মার্কিন পপতারকা রিহানা লিখেছিলেন, “কেন আমরা এই বিষয় নিয়ে কথা বলছি না?” কৃষক বিক্ষোভের (Farmers Protest) সমর্থনে পোস্ট করেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফাও। এর বিরুদ্ধেই টুইটারে ক্ষোভ প্রকাশ করেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ঐক্যবদ্ধ ভারতের কথা বলে কৃষক বিক্ষোভ নিয়ে বিদেশি তারকাদের মন্তব্যের বিরোধিতা করেছেন লতা মঙ্গেশকর, শচীন তেণ্ডুলকর, অক্ষয় কুমার, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, সুনীল শেট্টি, করণ জোহররাও। বিদেশমন্ত্রকের তরফ থেকে বিবৃতি জারি করে অসন্তোষ প্রকাশ করা হয়। তবে তাপসী পান্নু (Taapsee Pannu) ‘প্রোপাগান্ডা টিচার’ না হওয়ার পারমর্শ দিয়ে পরোক্ষে কৃষক বিক্ষোভের পক্ষে টুইট করেছেন। সেই প্রেক্ষিতে আবার তাপসীকে বি-গ্রেড অভিনেত্রী বলে একহাত নিয়েছেন কঙ্গনা।
B grade logon ki B grade thinking, one should stand up for one’s faith motherland and family, yehi Karm hai yehi Dharm bhi hai …. free fund ka sirf khane wale mat bano… iss desh ka bojh… that’s why I call them B grade … ignore them free loaders …
— Kangana Ranaut (@KanganaTeam) February 4, 2021
এদিকে, বুধবার নিজের ইউটিউব চ্যানেল ‘আমি শ্রীলেখা’য় সুন্দরবন বেড়ানোর ভিডিও পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। ‘বিটার হাফ’-এর শুটিং বেশ কিছুদিন আগেই সুন্দরবনের ঝড়খালি গ্রামের ত্রিদিবনগরে গিয়েছিলেন শ্রীলেখা। ‘বিটার হাফ’ শুটিংয়ের ব্যস্ততার কারণে একটু ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যায়। তবে দু’দিনের সেই সফর বেশ উপভোগ করেছিলেন অভিনেত্রী। আবার ফিরে যাওয়ার আশ্বাসও দেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.